অজানা
******
এই যে নিরালম্ব অবস্থান কতদিন কতকাল
এই যে অস্তিত্বের হাহাকার হয়তো চিরন্তন।
আমার তোমার যাপনের কাল স্বস্তিহীন শুধু
স্বর্ণলতিকার মতন সোহাগী শোভন হলেও
পরজীবী হবার যন্ত্রণার অবসান নেই কোনদিন।
ওপারে সমুদ্র উথাল পাথাল বেলাভূমি তপ্ত বালুময়
কখন উঠবে প্রলয় ঝড় সেও তো অজানা,
বন্দরে কি ফেলবে নোঙর অচেনা জলযান?
অলৌকিক স্বপ্নের যাত্রা শেষ হবে কি নতুন কোন
পারাপারহীন আলোকের ইশারায় অন্য উপকূলে?