নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বনানী চক্রবর্ত্তী এর এক গুচ্ছ কবিতা







হেমন্ত 




চলে এল
আবার হেমন্ত
সবুজে ভরানো
আদরে মোড়ানো
যতনে সাজানো
অদ্ভুত সৌন্দর্য
ঝড়ে যাবে
একে একে
মাটির পরেতে
সব ফাঁকা
হয়ে যাবে
তারপর বিরাট
এক শূণ্যস্থান
আবার সব
পূরণ হবে
নব আনন্দের
এক বসন্তে।।
           



দুর্বলতা 



আমার সমস্ত দুর্বলতা
তোমার হাতের পাঁচআঙুলে
ধীরে ধীরে প্রেরিত,

আমার বুকের ভীরুতা
তোমার নয়নের সততায়
আরও নীরবে গ্রথিত।।
             


ছাই





পুড়ে গেছি আমি
পুড়িয়েছি তোমার হাসি
ছাই মাখা ঠোঁটে
তোমার অপেক্ষায় ভোর খুঁজি।।
             

জ্যোতির্ময় রায়





ডেল্টা এক্স 



0/১ =(₹)
          প্রশ্ন চিন্হ নেই ।
  এন্ড ক ন টি নি উ স ।






ম্যাগনেটিক ফিভার 




    পারদ ছুঁয়েছে ঠোঁট ।
  ফসফরাস জ্বলে উঠে 8.9 রিখটার।
    শিশির ছুঁয়ে এক হেমন্তের সকাল
    ঝালমুড়ির বিকেল তখন অভ্যাসগত ।
   "ফারাক বিস্তর ,যৌনতার নতিতে "
কিংবা স্বপ্ন বিক্রি সস্তায় । ইচ্ছে পালক ।
স্বা ধী ন তা ।দত্তকি প্রেম কিনেছে
     ম হা দে শ ।।
     


তুলি রায়





ফার্টিলিটি 




পরাগরেনু মাখা প্রতিটা গমনশীলতা

ঘুমিয়ে থাকে নিষেকে

রাস্তা মাপে
জীবন-জরিপ

পাগলীটার যৌনতা নিয়ে কারোর মাথা ব্যাথা ছিল না

মাতৃত্ব এসেছে ওর

আসলে গমনশীল হতে সবাই পারে না !


                

সুদীপ্ত সেন


                   Related image


বাস্তব
                


শহর থেকে শহর দূরে চলে
      কর্কশতা কারখানার ওই কলে।।
গাছের সাথে গাছের বনরাশি
      কাঙাল ছেলের খিদের পেটে হাসি।
জলের সাথে জলের কত চলা
      গরীব কত মাঝির কথা বলা।।
দূরের থেকে দূর বেরে যায় শুধু
       নেইকো কারণ নেইকো কোনো হেতু।
চলার পথে ব্যস্ত শুধু থাকে
       দিন শুরু হয় এক চামচে মধু।।
কি হবে আর কৃত্রিমতার জালে?
       শুধুই মানা নিয়ম-কানুন যত।।
আমার মাঝে আমিই তো নেই আর
     বাড়ছে শুধু বাস্তবতার ক্ষত।। 

অভিজিৎ পাল



                    Related image


মৃত্যুকে জীবন বলে জানবে


১.
যদি কেউ তোমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলে মৃত্যুর জন্য এক পা বাড়ালে! তুমি তাকে ধন্যবাদ দিও। জীবনের ক্ষেত্রে ঐ সত্যটুকুই বাস্তব। যারা প্রতিদিন মরে তাদের জন্মদিনের কোনো সার্থকতা নেই...

২.
মৃত্যুর আগে চিনে নাও তোমার এই মৃত্যু কার কার কাঙ্ক্ষিত ছিল। সেই সব মুখোশের আড়ালে থাকা শুভানুধ্যায়ীদের জন্য প্রতি বছর বছর পূর্তি উৎসব বজায় রেখে চলো...

৩.
শুনে রেখো মৃত্যুর মতো সাম্যবাদী কেউ নেই। বস্তুবাদ, দ্বান্দ্বিক বস্তুবাদ, ভাববাদ বা উগ্রবাদ সবকিছু ওর কাছে সাম্যবাদী।

৪.
বাঁচো। বাঁচতে শেখো। যতদিন বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকার পাঠ নিয়ে যাও। আত্মমৃত্যুর মুখ দেখাদেখি করে হাসতে হাসতেও গমন সম্ভব।

৫.
এসো ঋদ্ধ হও। তোমার মৃত্যুকে যেন ওরা মহাসমাধি হিসেবে চিনতে পারে। এতটাই সমৃদ্ধ হও যেন তোমার প্রয়াণ শব্দের আগে মহৎ বিশেষণটির ব্যবহার করা যায়!

তৈমুর খান


                        Related image



   বিশ্বস্ততা





এমন বিশ্বস্ত হয়ে ওঠার মানে হয় ?
মিথ্যার দেশ আর মিথ্যুক সমস্ত চড়াই উৎরাই
সামান্য মানুষ হয়ে বিপ্লবের গান
কে শুনবে ?
চলো ঘুমিয়ে পড়ি
আঁধারের তুলোর বালিশে
মনে মনে মনোরম ডাকে
ধন্যবাদ লিখে দিই নিজেকে
পরপারে চলে যাচ্ছে দিন
এসময় ঘোড়াদের মূর্খ ভাবা ঠিক নয়
নৌকার দাঁড়ের শব্দে উড়ে যায় মাছরাঙা
এসময় কে তাকে ভয় কাতর ভাবে ?
লাল চোখ জবা হয়ে ফুটুক
আমরা সব বিশ্বস্ততা বিসর্জন দিই