নোটিশ বোর্ড
জাগো হে যুবসমাজ : জয়দেব বেরা
দিনে দিনে এ সমাজটা
ভরে যাচ্ছে সাম্প্রদায়িকতায় ও
আঞ্চলিকতার মায়াজালে।
চারিদিকে যেন রাজনৈতিকতার ঘন
কুয়াশায় ঢেকে গেছে এই সমাজ।
ধর্ম ও জাতি প্রথার অন্ধকার কুঁয়োতে
মানুষগুলো ব্যাঙের মতো বন্দি।
এই সমাজে নেই কোনো
অন্যায়ের প্রতিবাদ ও বিরোধিতা।
ধর্ষণের কবলে পড়তে হয়
আট মাসের শিশু থেকে আশি বছরের বৃদ্ধাকেও।
চারিদিকে শুধু অন্ধকার,
নেই কোনো আলোর ছোঁয়া।
তাই,হে যুব সমাজ
তোমরা হও আগুয়ান।
তোমরা জেগে ওঠো,
আর নিশ্চুপ থেকোনা।
দূর করো এই অন্ধকারের প্রাচীর।
রক্ষা করো এই সমাজকে,
হে যুব সমাজ তোমরা জাগো।
আর ফেরা হয় না না-ফেরার ঘরে : শিপ্রা পাল
অলিখিত অধিকারে দাবী থাকতে নেই——
স্বপ্ন দেখা আর দেখানো, দু’টো এক ব্যাপার নয়
একমুঠো ছাই ওড়িয়ে দিলাম শূন্যতার আকাশে!!
হোঁচট খাওয়া বিকেলের দাবাদাবি
কখনো কী নীড়ভাঙা পাখির চিৎকার শুনেছো——
এখানে পথ শেষ হয়, যেখানে তোমার শুরু!!
বরফ জমা দুঃসময় ভীষণভাবে আঁটাআঁটি
কেবল-ই পড়ে থাকা অনিকেত সময়ে
তুমি এগিয়ে যাও, মাথা উঁচু করে সামনের দিকে
তখন তোমার হাতে জেতার চাবুক!!
কাজল কালো চোখে তাকিয়ে রয় বৃষ্টির কান্না
ভিজে যেতে যেতে একসময় সব শুকিয়ে যায়
আর ছোঁয়া হয় না, ভেজে না অনাদি জমিন!!
চাঁদের কলঙ্ক, এক যাতনাময় আলো
যতো কাছে যাই, বেদনার রেখাটি জ্বলজ্বলে
সূর্য ডুবে যায়— আর ফেরা হয় না,না-ফেরার ঘরে!!
প্রেম ও শোষণের বেড়াজাল :-শাহীন রায়হান
একটি মেঘ রং প্রেমের কবিতা লিখবো বলে-
প্রেম পর্যটক আমি
প্রতিদিন প্রতীক্ষার জানালায় অবসন্ন প্রহর গুনি-
ইছামতীর বাঁক ঘেষে বসে থাকি চরম উৎকন্ঠায়
গাঙচিলের ধূসর ডানায় খুঁজি প্রেমের প্রাঞ্জল পঙক্তিমালা।
.
একটি মেঘ রং প্রেমের কবিতা লিখবো বলে-
তোমার অসীম কল্পনায় আঁকি হেমন্তের সবুজ ধানক্ষেত
গঙ্গাফড়িং এর সমান্তরালে উড়াউড়ি
বৈকালি প্রজাপতির ডানায় স্মৃতির গোলাপি শহর।
.
একটি মেঘ রং প্রেমের কবিতা লিখবো বলে-
নিদ্রাহীন কলমে অধীর আগ্রহে-
বুকের অন্তরালে ঘুমন্ত ইচ্ছাকে বারবার
জাগ্রত করি-
কিন্তু না, আমার হেয়ালি কলম এখন
মেঘ রং প্রেমের কবিতা লিখে না।
ওর তুমুল আগ্রহ এখন
বিপন্ন মানুষের আর্তহাহাকার মানবাতিকার
ধর্ষণ গুম খুন হত্যা খোলস বদলানো রাজনৈতিক নিষ্ঠুরতা
মানুষে মানুষে অসাম্য দেয়াল শোষণের বেড়াজালে।
বুঝবে সেদিন বুঝবে : বিপ্লব গোস্বামী
সূর্য সেদিন অস্ত যাবে
ভেঙ্গে যাবে খেলা ;
তোমার প্রিয় মানুষ যেদিন
করবে তোমায় হেলা।
স্বপ্ন ভেঙ্গে বুঝবে সেদিন
সত্য মিথ্যার খেলা;
সত্য প্রেমের খুঁজে খুঁজে
কাটবে সারা বেলা।
বুঝবে সেদিন বুঝবে তুমি
সত্যি সেদিন বুঝবে ;
আশার সমাধি পাড়ে
অতীত স্মৃতি খুঁজবে।
হঠাৎ শোনবে ডাকছি আমি
খুলবে তুমি দ্বার ;
ধরতে আমায় হাত বাড়াবে
দেখবে সব আঁধার।
শ্রাবণের রিম ঝিমিতে
ভিজবে তোমার চুল ;
মধুল লোভে উড়বে অলি
গাইবে আপন সুর।
আসবে ফিরে শরৎ ঋতু
ঝরবে শিশির কণা ;
অতৃপ্তির তৃষায় তুমি
থাকবে যে আনমনা।
বুঝবে সেদিন বুঝবে তুমি
সত্যি সূদিন বুঝবে ;
আশার মমাধি পাড়ে
অতীত স্মৃতি খুঁজবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)