নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

আর ফেরা হয় না না-ফেরার ঘরে : শিপ্রা পাল


অলিখিত অধিকারে দাবী থাকতে নেই——
স্বপ্ন দেখা আর দেখানো, দু’টো এক ব্যাপার নয়
একমুঠো ছাই ওড়িয়ে দিলাম শূন্যতার আকাশে!!

হোঁচট খাওয়া বিকেলের দাবাদাবি
কখনো কী নীড়ভাঙা পাখির চিৎকার শুনেছো——
এখানে পথ শেষ হয়, যেখানে তোমার শুরু!!

বরফ জমা দুঃসময় ভীষণভাবে আঁটাআঁটি
কেবল-ই পড়ে থাকা অনিকেত সময়ে
তুমি এগিয়ে যাও, মাথা উঁচু করে সামনের দিকে
তখন তোমার হাতে জেতার চাবুক!!

কাজল কালো চোখে তাকিয়ে রয় বৃষ্টির কান্না
ভিজে যেতে যেতে একসময় সব শুকিয়ে  যায়
আর ছোঁয়া হয় না, ভেজে না অনাদি জমিন!!

চাঁদের কলঙ্ক, এক যাতনাময় আলো
যতো কাছে যাই, বেদনার রেখাটি জ্বলজ্বলে 
সূর্য ডুবে যায়— আর ফেরা হয় না,না-ফেরার ঘরে!!


কোন মন্তব্য নেই: