কথার মাঝে কথা মিশে শহর পুড়ছে নিকোটিনে ।
ভিড়ের মাঝে হারিয়ে গিয়েও তোমার শব্দ নেব চিনে ।।
নোটিশ বোর্ড
মন- দূষণ : সুমিত মোদক
যাযাবর জীবন নিয়ে নামছে মানুষ পথে ;
লক্ষ্য তাদের একটাই
সবুজ রাখবে কাছে ;
আবার তারা গাছ কাটবে
ধ্বংস করবে সবুজ ;
মানুষ নামক জীব গুলো সব এতটাই অবুঝ ;
বায়ুদূষণ , জলদূষণ , শব্দদূষণ , শত ....
আসল কথা মন-দূষণ , করে রেখেছি ক্ষত ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন