নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

পটভূমি: পলি ঘোষ



নষ্টকল্পে তলিয়ে যাবার সময়
বেঁচে আছি জড়িয়ে তোমার গানে।
নরকলোলুপ ডাকে তা ধিন ধিন
নয়ন মেলে দেখি তুমি আছ সঙ্গে।

আমার কাছে গান জীবনপথের এক মন্ত্র
মেঘপাড়ার গোপনতম অলিন্দে
আমার ব্যকুলতার দীর্ঘশ্বাস।

সৃষ্টিকে রক্ষা করতে চেয়ে
যে নায়িকা শুধুই প্রতিরোধ গড়ে
পাখির চোখের শত শান্ত বলয়রেখা
সমাজ, পরিজন হিসেব রাখে
      জ্বলে ওঠে চোখ ও নিশানা
ঘোর অমাবস্যার নেশায়।
সে কথা বলে মৌন নির্জনতায়
শূণ্যতায় বুঝেছে কবিতার পদভূমি।

আরব্য রজনী : দেবাশীষ সরকার



বহু  যুগের  কাঙ্খিত স্পর্শে
হৃদয়ের ভালোবাসা ফল্গুধারার মতো 
বেরিয়ে আসে
স্বপ্নের মতো ভেসে যায়
অনাবিল মুগ্ধতার স্রোতে । 

ধীরে ধীরে মিশে যায় গ্রন্থিতে গ্রন্থিতে 
সব লাজুক স্পর্শ অনুভূতি l
দুরন্ত যৌবন ঢেউ আছড়ে পরে
বালিয়াড়ির রুক্ষ জীবন তটে l

ভালোবাসার নির্যাসে জ্বলে ওঠে মনের ধ্রুবতারা ,
আবেশী রাত কে করে চোখের কাজল ;
চেনা অচেনা  দেহজ ঘ্রাণে
লেখা হয় এক অনন্য আরব্য  রজনী ---

প্রেমায়ু : ইহান



ভোরের আলো যেমন বাসি ঠোঁটের আদর দেয়
সকালের তাড়াহুড়ো জানায় ব্যস্ততার মাঝেও তপ্ত অনুভূতি
মধ্যাহ্নের পরিকল্পিত কথোপকথন আর কর্তব্যের আস্ফালন
আর দিনের শেষে অস্বাভাবিক আদরের নীরবে অবতরণ॥

প্রতিদিন আমাদের ঝগড়া হয়
আর অজুহাতে নেমে আসে " সম্পর্কের বয়স "
তবুও প্রতিবার এটাই প্রমাণ হয় যে একজন মাথানত করে
অন্যজন ভালোবেসে কাছে টেনে নেয় ....
আর যাই হোক সম্পর্কটিকে সম্মান দু'জনেই করতে জানে ।।

সবকিছুই যেন সেই আগের মানুষটিকে বদলে দেয়
বলে দেয় গোপনে বদল যদিও হয় তবে সে তার নিজস্ব 
অভিমান যদিও হয় তবে তার অবসানও হয়
সেই ভালোবাসাকে ছুঁয়ে দিয়েই .... 
সম্পর্কের বয়স যদিও হয় তবে অনুভূতিগুলিও ভীষণ পোক্ত 
সাবলম্বীতার রূপবিন্যাসে ছুঁয়ে যায় আপাদমস্তক॥ 

" মনের গহীনে বাস করে যে জন ,,,
সেই জন প্রকৃত অনন্তের উদাহারণ "


তুই ছুঁয়ে দিলে : রুনা দত্ত



তুই ছুঁয়ে দিলে...
একবার কেন বারবার
ফিনিক্স হতে পারি॥ 

তুই ছুঁয়ে দিলে
নদীর মতো মোহনায়
মিশে যেতে পারি ॥

তুই ছুঁয়ে দিলে
ঝড়ের মতো
বৃষ্টিকে ছুঁয়ে দিতে পারি ॥

তুই ছুঁয়ে দিলে
ঠোঁটে উপর ঠোঁট রেখে
এক লহমায় হারিয়ে যেতে পারি ॥

তুই ছুঁয়ে দিলে বারবার
আমার আমিকে তোকে
দিয়েও দিতে যে পারি ॥


কে আদিম : আমিনুল ইসলাম



সূর্য দেব টারানিসের সংস্পর্শে একটি মিসলটো ফুল ফুটলে
মিররের কান্নায় গড়িয়ে যায় মোম
মোমবাতি ও যীশুর যোগসূত্র স্থাপনে আগ্রহী কেল্টিক সভ্যতার ফ্লাইওভারে হেঁটে যাচ্ছে এক আদিম সাম্যবাদ
যতদুর সম্ভব ফুল স্ত্রীলিঙ্গ নির্ধারণ করলে, তথাপি
সাম্যবাদের আদ্যপ্রান্ত জড়িয়ে আছে লিঙ্গ ভেদের বিচ্ছুরণ
সমস্ত আপডেট বিচ্ছুরণ সংগঠনের মালিক সূর্য দেব হলেও 
টারানিসের জন্মক্ষণে একটি মিসলটোর তথ্য মিললে
প্রতিটি গীর্জা সেজে ওঠে সাদা ফুলে-

সমুদ্রে রেখেছি সময় : অনিন্দ্য পাল


সমুদ্র নিয়েছিল একপাটি নকল চটি
আমার তখন ছায়ার দেশে বাস
সেখানে বাতাস প্রবেশ নিষেধ
বচ্ছরভর আমার মলমাস

একপায়ে জুতো, অন্য পায়ে বালি
সমুদ্রে চেয়ে অনেক লোনা অক্ষিজল
কোথাও কেউ কান পেতে নেই শোনার
নিজের কথা নিজেকেই শুধু বলি

আমার শুন্যতা ভরা ছিল প্রতিবেশী
তাদের তখন থৈ থৈ প্রেমবেলা
আমার মুখে সন্ধ্যা বেলার হাসি
মনজুড়ে ঝোপঝাড়,
নিজের সঙ্গে আমার লুকোচুরি খেলা

দু একটা চোখ তবুও চিবুকে বুকে
করতলে রহস্য মাখিয়ে যেত
আমার এক পায়ে তখন নকল চটি
এগোলে হয়তো সমুদ্র পিছিয়ে যেত ...