নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

একটা কবিতা একটা তর্জনী : অলোক মিত্র



একটা কবিতা আজ গান হোল
শুধু তোমার জন্য...
একটা তর্জনী আজ প্রতিবাদের ভাষা হোল
তোমার জন্য, হে কবি।
তুমি উঠে এসো হাজারো প্রতিবাদী কবিতায়
মধুমতির পলল মৃত্তিকায় তুমি ঘুমিয়ে থেকো না,
তুমি আমার রক্তের অস্তিত্বে মিশে আছো,
চেতনার বোধীবৃক্ষ।
আমি ক্লান্ত পথিক, তোমার সবুজ শ্যামল
ছায়াতলে বেঁচে আছি নির্ভয়ে।
হে প্রিয় কবি, তোমার বজ্রকন্ঠে
আমার প্রিয় কবিতা, বাঙালির মুক্তির ডাক....
আমি শ্রদ্ধায় মাথানত, আপদমস্তক
আমাকে রাখি তোমার পদতলে।
হে প্রিয় কবি, একটিবার উঠে এসো
আমার চেতনার বোধীবৃক্ষ।
মধুমতির জ্বলে জোয়ারের বান ডেকে।
আমি শতবার পূজিত চোখে
আমি আমার পিতার ছবি দেখি
হাজার টাকার নোটে।
সারা বাংলায় কে আছে বলো
তোমার চেয়ে বড়!




ত্রিতাল: ভগ্ন পুরুষ



রাত্রে ঘুমিয়ে আছে পিলসুজ,
রাস্তাময় কেউ কি কিছু ভাবছে ভগ্নাংশ নিয়ে ?
      তবুও
          কিছুদূর
            এগিয়ে চলেছি
 
আলো ক্রমশ সর্বশেষ সিদ্ধান্তে প্রশমিত করছে শরীরমুখি কোলেস্টেরল___
   কয়েকটা যৌগ সংখ্যা অনর্গল কাছে আসছে

তাকাও,____
        পিছনে সন্ধান পাবে না
                                     অন্ধকারের

রেটিনায় দৃশ্য গুলো দারুণ উর্বর হচ্ছে
টালমাটাল নদীর সন্ধান গড়িয়ে পড়ছে ইন্দ্রিয়ে
    তবু, কিছুতেই ত্রিতাল বাজানো যাচ্ছে না__

তুই আসবি বলে : তপন কুমার মাজি



প্রত্যাশার দোরে বসেছিল রাত,চাতকের মতো--
যে রাতের ভিতরে থাকে অন্য এক রাত--
যে রাতের বিছানায় ঘুমিয়ে থাকে অন্য এক স্বপ্ন,

তুই আসবি বলে
জেগে ঘুমিয়ে ছিল অবদমন,
যে মনের ভেতরে থাকে অন্য এক মন
যে মনের কথা স্বপ্নময়ী ছাড়া জানে না কেউ,

তুই আসবি বলে
টুকরো টুকরো ইচ্ছেগুলো
ফুল ফুটিয়েছিল আমার মরা ডালে,
ঠোঁটে ঠোঁট রেখে গন্ধ শুকেছিল ঘুমন্ত জানালায়
হেসেওছিল চোখে চোখ রেখে,
তোর গোপন কথাদের নীল ইশারায়,

কান্নাদের হাসতে দেখেছিলেম আমার স্বপ্নের চোখে
যে স্বপ্নদের সাজিয়ে রেখেছিলেম আমি প্রাণের সাজিতে,
চাঁদহীন শূন্য আকাশের মতো শুয়েছিল
আমার স্বপ্নিল মন...তোর নিশিরাতের নির্জন বারান্দায়--
তুই আসবি বলে...

বেড়া : অনিন্দ্য পাল


পৃথিবীটা হাতের মুঠোয় এসে গেছে শুনেছিলাম দুধেদাঁতবেলায়, এখন ছোট হতে হতে মোবাইল অ্যাপে ঢুকেছে ক্লিক-শরীরে; অথচ কাঁটাতার বরাবর মৃত্যু এখন আরও রহস্যময় এবং খোলাখুলি,
ঘরের বাইরে উঁচু হয়ে ওঠে রামতুলসীর বেড়া, ছাদ আঁটা ঘর থেকে বের হলে পথ রোখে কনেসাজানো পাঁচিল, স্মার্ট যজ্ঞ থেকে উঠে আসে যথাক্রমে দেশ আর বিদেশ ...
আকাশের তাঁবু ছোট হতে হতে এখন
 সীমান্তে চায়ের ভাঁড়,
তার উপুড় হওয়া নাভিগহ্বরে বেঁচে থাকে
নুনভাত আর ডিজিট্যাল মাঢ়
সেই সব ব্যকরণে পাতা নেই, পাতা থাকেনা কালক্রমে
"ফিউচার টেন্স" গিলে খেয়ে বেঁচে থাকে,
রক্ত বেচে দিয়ে খালিপেটে থাকে, চাঁদা দেয় গুমনামে

সবুরে এখন দ্রাক্ষা ফল ফলে,
তপস্যায় সোনালি বোতল
তাঁবুর ছাতে ছেঁদা বড় হয়

পৃথিবী এখনও কি তেমনি গোল !

ফুটন্ত মালতি : আমিনুল ইসলাম


বাউল বনে মালতী ফুটলে
কচুরিপানার আদর মেখে দেয় রোদ
স্তন ভেজা জল সাঁতরে পার হয় বালিহাঁস
এসবের ঘন কুয়াশার অন্ধকার ঠেলে সিটি মেরে
ছটা কুঁড়ির ভাগীরথী ছুটছে ফেলে ইস্টিশান
পানের গুমটিতে ফুল ফুটলে
এখনো বাঁশি বাজে মনে...

আর্য পুরুষ: সুমিত মোদক




সকাল হতে না হতে এক এক করে জমা হতে থাকে
অচেনা মানুষ গুলো দরজার সামনে ;
অথচ , চেনা পরিচিত মানুষজন অনেক দিন হল
এ মুখো হয়নি ;
#
আমার উঠান চিরকালই বড় ...
সে কারণে হাজার হাজার মানুষ
এক সঙ্গে মিলিত হতে পারে প্রথম সকালে ;
#
ঘরের দরজাটা খুলে দেখি সামনে একটা আকাশ ;
সেই আকাশের মাঝখানে আমি দাঁড়িয়ে ;
#
আমার আকাশ আমাকে করে তুলেছে
এক আর্য পুরুষ ।।