তোমার মুখ ফেরানো আমার ভাবের পোড়া বাড়ি
শহরের লালচে জ্বরেও আদর কাড়ি
তোমার চোখ রাঙ্গানো আমার শেষ বিকেলের সূর্য যেমন
তবুও রাত নামলে তোমায় খোঁজে বেহায়া মন
তোমার অনিদ্রা আমার হলুদ স্বপন
আর ব্যাস্ত আঙ্গুল তোমার চুলে আদর বুনন
কোন এক আনমনা দুপুর ছুঁয়ে
হয়তো তুমি বুঝনি প্রেম এসেছিল নিরবে।
তোমার খুব ঝগড়ার ক্লাসরুম
আমার হাসতে থাকা উদাস আকাশ
তোমার চিমটি কাটা মিষ্টি ছোঁয়া কেন আমার তাতে
হাত বোলানো রাত কাটানো ভাবের প্রকাশ
তোমার রাগি মুখ আর গাল রক্তজবা
আমি শিল্পী তখন তোমার ঠোঁটে স্বপ্ন এঁকে বাচঁতে শেখা
আমার বন্ধু ভাবা আর তোমার মান অভিমান সবই
হয়তো তুমি বুঝনি প্রেম এসেছিল নিরবে।