দেখেছ! সময়ের খেয়া স্রোত কিভাবে মিলিয়ে দিল আমাদের
ক্ষনিকের জন্য কি ভাবে এক করে দিল তোমার-আমার দৃস্টি
কেমন একটা অজান্তেই দেখা দিল আমাদের ঠোঁটে একটা লাজুক হাসি।
সত্যি কি তুমি জানতে? আজ এমনটা হবে
যে পথে দেখা হল সে পথ তো তোমার নয় প্রিয়!
তুমি কি পথ ভুলে এসেছ আজ এই পথে?
নইলে এই পথে আজই বা কেমন করে এলে?
প্রিয়!
তুমি প্রশ্ন করেছ আমায়; একি স্বপ্ন নাকি বাস্তব?
নাহ! প্রিয় বিস্মিত হও তুমি, এ স্বপ্ন নয় এ যে বাস্তুব সত্য।
দিনের আলোয় যা দেখেছ সে তো স্বপ্ন হয় না প্রিয়।
যদিও তোমাতে আমাতে হয় নি কথা
তবুও জেনে গেলাম অনেক কিছু, জেনে গেলাম তোমাকেও
তোমার ওই একটুকরো হাসি দেখে।
আচ্ছা প্রিয়!
আমরা কি কখনো পাশাপাশি বসে দেবদারু কিংবা বটগাছের চাতালে বসে গল্প করব না?
তোমাতে আমাতে কি এই ভাবেই দূরত্ব রয়ে যাবে।
তবে যাই বলো না প্রিয়;
তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি
তুমি না বাসতেও পারো,তাতে আহত হবো না।
বরং তোমাকে নিয়ে দেখব হাজার হাজার স্বপ্ন
যে স্বপ্নে থাকবে তুমি থাকবে আমার ভালোবাসা।