সে'তো গুটিয়ে ফেলেছে বই খাতা, ভীষণ জ্বরে ..
তুমিও মেঘ দিয়েছো তাকে।মনখারাপি উড়ে যায় ফুসমন্তরে..।
শীত নেমে আসে শহর তার,চোখ।বদলে যাওয়া জলবায়ু
আমিও মৃত্যুকে রোজ চুমু খাই,অবরোধ।হেঁটে চলা পথ আয়ু'র
"ভালো আছি " মিথ্যে সে কথা ভীষণ সত্যি, আয়না
"মিছিলে মিছিলে প্রেম হউক" মোমবাতি না ।
বৃত্ত আঁকছি তাই ,সংসার চলে যায় কোনো মতে।বিপ্রতীপ ,
মন আমিও সময় নিচ্ছি কিনে, বিপরীত।।