আমার মুখ সীলগালা করে দাও
***************************
***************************
আমার মুখ সীলগালা করে দাও,
বিদ্রোহীর সিলমোহর এটে দাও আমার শরীরে।
আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়েও যদি -
প্রাণ খুলে হাসতে না পারি,ব্যক্তি স্বাধীনতার কথা বলতে না পারি? মানবতার কথা বলতে না পারি,তবে পরাধীন জাতি হিসাবে করুনা চাই না!
প্রাণ খুলে হাসতে না পারি,ব্যক্তি স্বাধীনতার কথা বলতে না পারি? মানবতার কথা বলতে না পারি,তবে পরাধীন জাতি হিসাবে করুনা চাই না!
এইটুকু উপকারতো করতে পার আমার মুখ সীলগালা করে দাও।সীলমোহর এটে দাও আমার শরীরে।
মনুষ্য জাত কখন কি বলে ফেলি?তখন আবার মামলা -হামলা,
জাত ভুলে হিংস্রতা আর ক্ষিপ্রতা দেখাবে।
বরং সীলগালা করে দাও আমার মুখ!
জাত ভুলে হিংস্রতা আর ক্ষিপ্রতা দেখাবে।
বরং সীলগালা করে দাও আমার মুখ!
গঠনমূলক সমালোচনা যদি না নিতে পার?
তবে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তোমার কখনো ছিল না।
শুধু শুধু নেতৃত্বে কেন আসলে?
তবে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তোমার কখনো ছিল না।
শুধু শুধু নেতৃত্বে কেন আসলে?
চাটুকার তোমার ভুল দেখেও বাহবা দেয়।
সমালোচক সত্যটা তুলে ধরে।
এ দুয়ের পার্থক্য যদি না বুঝ! তবে ফিরিয়ে দাও পরাধীনতা ,
না হয় সীলগালা করে দাও আমার মুখ।
সমালোচক সত্যটা তুলে ধরে।
এ দুয়ের পার্থক্য যদি না বুঝ! তবে ফিরিয়ে দাও পরাধীনতা ,
না হয় সীলগালা করে দাও আমার মুখ।