ছন্দ
********
অরণ্য মাঝে শিকারি, সামনে হরিণ
চিত্রল রঙে যে তার , বাঁধানো অজিন ।
ধনুর মাঝে ,শর বন্ধন , দ্বন্দ্ব অমলিন
টঙ্কার মাঝে প্রত্যাঞ্চা , ছন্দের সুকঠিন
শরে বিদ্ধ ত্রৌঞ্চ মিথুন , নিষাদে বধিত
সেই দ্বন্দ্বে , ছন্দে রামায়ন রচিত ।
সলিলের তলদেশে , মীন আলোড়ন
কুঁচের ছন্দে , বধিত ধীবর আলিঙ্গন
অসিতে অসিতে ,ঝঞ্জনার সুরেতে
বাণের বরষা ,পরশার শোণিতে
রচিত ছন্দে , দ্বিপদী মন্দ্রে মাতল
জগত , রজত রঙে , যবনের কুলে ।
বীরের পেশীতে , রমণীর হাসিতে ,
কৃপাণের তলে , আখিপট জলে
হাজারো , ছন্দ , মেদিনির রন্ধ্র
শ্বাসের তালেতে , ছন্দ চলেছে
এক যুগ হতে বহুযুগ মাঝে ,
কালের শুরুতে , অন্তের সাঝে ।