মেঘ ও বৃষ্টি
**********
ওই যে কাঠ কাঠ গুমর মেঘের
এতে শান্তি আসে না,
পরিতৃপ্তি কেনো নেবো দ্রোহী বাতাসে,
মৃগতৃষ্ণা মন
বাউল বাউল আকে।
শত জন্ম ধরে এক বাসুকী জাগে
আলাপনে বিরহী দূত
চপল ধারাস্নানে
আছড়ায় ঢেউ পায়ের পরে
অতীন্দ্রিয় সুর বৃষ্টি হয়ে ঝড়ে।
মেঠো ছেলে বাড়িপথ ধরে
আজ আর কাদে না
গানের সুর করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন