বসন্ত
****
ফাগুন আনন্দে মাতোয়ারা উদ্বেল বাতাস ।
আট থেকে আশির বুকে ভালোবাসার উন্মত্ত সুবাস ।
ধামসা মাদলের তালে তালে হারিয়ে যাক দুঃখ আছে যত
অশুভ রাত্রি শেষে ডাক দিয়েছে প্রিয় রঙিন বসন্ত ।
বসন্ত মানে প্রেম ।
বসন্ত মানে বুকের বাঁপাশে সদ্য ফোটা শিমূল –পলাশ–কৃষ্ণচূড়া ।
বসন্ত মানে প্রাণের নেশায় পথ হারানো পথভোলা ।
বসন্ত মানে চেনা প্রকৃতির সাথে নতুন করে আলাপ
বসন্ত মানে মুখোমুখি বসে ভালোবাসার যুক্তিহীন প্রলাপ ।
বসন্ত মানে প্রিয়জনের রঙের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠা
বসন্ত মানে অপেক্ষার আগল শেষে পেখম মেলে ধরা ।
বসন্ত মানে চোখে চোখ রেখে নীলচে আকাশ সীমাহীন
বসন্ত মানে প্রতিটি বাঙালির প্রেমের জন্মদিন ।