নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

ইসমাইল মোল্লা




বসন্ত
****


ফাগুন আনন্দে মাতোয়ারা উদ্বেল বাতাস ।
আট থেকে আশির বুকে ভালোবাসার উন্মত্ত সুবাস ।
ধামসা মাদলের তালে তালে হারিয়ে যাক দুঃখ আছে যত
অশুভ রাত্রি শেষে ডাক দিয়েছে প্রিয় রঙিন বসন্ত ।
বসন্ত মানে প্রেম ।
বসন্ত মানে বুকের বাঁপাশে সদ্য ফোটা শিমূল –পলাশ–কৃষ্ণচূড়া ।
বসন্ত মানে প্রাণের নেশায় পথ হারানো পথভোলা । 
বসন্ত মানে চেনা প্রকৃতির সাথে নতুন করে আলাপ
বসন্ত মানে মুখোমুখি বসে ভালোবাসার যুক্তিহীন প্রলাপ ।
বসন্ত মানে প্রিয়জনের রঙের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠা
বসন্ত মানে অপেক্ষার আগল শেষে পেখম মেলে ধরা ।
বসন্ত মানে চোখে চোখ রেখে নীলচে আকাশ সীমাহীন
বসন্ত মানে প্রতিটি বাঙালির প্রেমের জন্মদিন ।

সৈকত বণিক





সঙ্গী যখন হেমলক
*****************





তবে তাই হোক
আমার গায়ে হাত দিয়ে যেদিন  নশ্বর হয়েছিল ব্রহ্মপুত্র
সেদিন তো প্রশ্ন করিনি
কেন করলে এইরকম, বলো।
শরীর শুধু শরীর, প্রিয়তমা নয়
তাই বনমালী নস্কর লেনের শরীরটা
আজ তোমার খাদ্য
কাল আবার রবীন্দ্রতীর্থ...
সেদিন যে বলেছিলে
আমি নাকি তোমার বিশল্যকরণী!
তোমার ক্ষতের প্রলেপ
তাহলে আমায় ক্ষতবিক্ষত করতে
একটুও হাত কাঁপল না, অথবা মন?
রবীন্দ্রসরোবরে আজও ভীড় হয়
হাট বসে বক্সিগঞ্জে
জমে ওঠে ময়ুরপঙ্খী
কেউ দেখে না
নির্ভয়া আজও কাঁদে
কখনো জনসমক্ষে, কখনো বা আড়ালে।।।

অসিতাভ দাস



বসন্ত 
******



বসন্তকে নিয়ে অনেক আদিখ্যেতা করেছ কবি ।
যেকোনো দিন বসন্ত ডাকার দাবি জানিয়েছ তুমি ।
ন্যাড়া ডালে পলাশের মোহে বেঁধেছ গান, এঁকেছ ছবি ।
আবেগ ছড়িয়ে বাতাসী সুরে ডুবিয়েছে মন, ভাসিয়েছ বোধ।
গভীর ক্ষতের অশ্রুধারা তোমার আনুগত্যে হয়েছে উজ্জ্বল রবি।
তীক্ষ্ণতর দিন-রাতের ছাতে টাঙিয়েছ ভাললাগার সামিয়ানা।
সেই বসন্তের মুখোমুখি বিদ্রূপে আজ হাসে খুব অভাবী!
ছেলেটা রাজমিস্তিরি বটে, খোপায় দিয়েছিল লাল পলাশ ।
কিশোরী পার্বতী বোঝে নি এভাবেই বসন্তকাল আসে,
ভালবাসা বলে একে, বোঝে নি সর্বনাশ ।
দিন-রাত খাটে, হাড়-মাস এক হয় চটের মিলে।
একটা মেয়ে তো পেলি, আর কী চাস?
শরীর দিলে ভাত আসে, মেয়ে কোলে শূন্যে চেয়ে -
আবার আসবে বসন্ত? আবার পলাশ? 

প্রভাত মণ্ডল



বসন্ত
*****



পলাশ শিমুল
রাঙ্গালো নীলাকাশ
গোধুলির রঙ্গে মনে 
ধরে আশ....... 
যেন প্রেমিক শিল্পীর
ক‌্যানভাসে তুলির রঙ্গিন 
আভাস...... 
কিম্বা ফুলে ডালিতে
বসন্তের প্রেমের 
প্রয়াস..... 
গন্ধে ভরপুর মুক্ত
বাতাস.... 
গাঁদার হলুদ রাঙ্গা
শাড়ি....... 
ভ্রমরের লেগেছে
উচ্ছাস...... 
এসেছে আজি বসন্তরাজ।

বিশ্বজিৎ ভৌমিক




" বসন্তের রাঙা প্রেম "
*******************




বসন্তের আলতো বাতাস হয়ে তোমায় আজো ছুঁয়ে যেতে চাই ,
কল্পনায় রামধনুর সাত রঙ খুঁজে নিয়ে বারবার তোমাকে রাঙিয়ে যাই ।
ফুলের গায়ে লেগে থাকা রঙ, সেই রঙ দিয়েও তোমাকে রাঙাতে চাই।
ফাল্গুনের জ্যোৎস্না রাতে তোমাকেই খুঁজে বেড়াই,
আশা নিরাশায় মাঝেও আমি বারবার তোমাতেই হারাই ।
হৃদয়ের ভগ্ন নীড়ে কষ্টরা এসে প্রতিনিয়ত কড়া নাড়ে,
ক্ষত বিক্ষত জীবনের হৃদয় বীণা বেজে ওঠে বিরহের সুরের ওপারে ।
স্মৃতির আবডালে বন্দি হয়ে বারবার পেছনে তাকাই,
সেই রঙিন জীবনের পদ্মপাতার ভীড়ে হারিয়ে যাওয়ার মাঝেও তোমাকেই খুঁজে পাই ।

আমার যতো প্রেমের কবিতা লিখেছি তোমায় নিয়ে,
আমার সকল ভালোবাসার গানে তুমি আছো সুর হয়ে।
তোমায় নিয়ে কষেছি আমার জীবন সুখের অঙ্ক,
পলাশ ফুলের গেঁথেছি মালা তোমায় পরাবো।
তুমি আমার বসন্তের রাঙা কৃষ্ণচূড়া ফুল,
টকটকে লাল শিমুল ফুলে তোমার মাঝেই দেখি আমি--- বসন্তের রূপ।।

পূজা গোস্বামী



বসন্তের ডাক নিমন্ত্রণে
*******************


নিছক প্রেমের গল্প সেদিন,
রাত ভাঙা স্বপ্নে এলো,
পল্লী স্রতের শুষ্ক আবির,
বসন্তের নিমন্ত্রণ পাঠালো। 

প্রেম কি শুধুই জড়িয়ে ধরা?
কাছে থেকে পাশে শোয়া!
ভেজা ঠোঁটে, ঠোঁট গোজা
এই কি শুধুই ভালোবাসা?

এই তো মিছে মিলন মনের,
ইচ্ছে ফুরোলেই নতুন আদর খোঁজে,
যেনো কুঁড়িয়ে পাওয়া পথের পারে,
অতিষ্ঠ মনের জীবন্ত হৃদয় পোড়ে।

তখন, মেঘ লজ্জায় আকাশ সাজে,
মাইল কতেক দূরের শহরে,
রাত নামে চাঁদের আড়ালে,
সারা বেলার ক্লান্ত চিঠি,
শেষ বসন্তে এলাই ঝরে।