নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মনীষা কুন্ডু



আজও শিহরণ
*************



অমর একুশ ভাষা দিবস,
   তোমায় হাজার সেলাম,
তোমার মূল্যে বিশ্বে আজ,
     আমাদের এত সুনাম।
দেশের জন্যে,ভাষার জন্যে,
   আমরা এগিয়ে সবার চেয়ে,
অন্যায় আপোষ কখনো নয়,
    মরতেও রাজী শিক্ষা দিয়ে।
ইতিহাসের সাক্ষী অমর একুশ,
     ভাষার জন্যে মরণ পণ,
তোমার সংগ্রাম রক্তে লেখা,
     আমার জন্ম হয়নি তখন,
অবাক প্রজন্ম ভাষার জন্যে,
    প্রাণ দিয়েছিল এত লোকে,
অমর একুশ কে ভোলেনি মানুষ,
       গর্ব মোদের মুখেমুখে।
মাতৃভাষা, মাতৃভূমি, মাতৃক্রোড়,
         কেড়ে নিতে এলে,
মহোল্লাসে লড়ে যাব জেনো,
       রক্ত দিয়ে হোলী খেলে।



এম. এ. রোকন




বর্ণমালা
******


.
আজ শ্লোগান হবে মেশিনগানে
পথ কাঁপিয়ে মিছিল হ'বে
ডানা মেলে উড়ে যাবে ভাষার
কপোত।
আজ আঁধারে ডোবা আকাশে
সূর্যালোক পোহাবে রাত,
উত্তাল মিছিল রাজপথ পা'য়ে পা'য়ে
কার্জন হল!
শকুনের ঠোঁটে এলো রক্তের স্বাদ
খুনের ধারাপাত উচ্চারিত হলো
স্টেনগানে-
বৃষ্টি ফোঁটায় বর্ণমালা ভাসিয়ে দিল
রক্তের স্রোতে আমার শহীদ ভায়েরা
জলোচ্ছ্বাস এনে দিল জয়ের।
.
আজ ধ্বংস হ'বে শোষিতের
কালো পাহাড়-
যার আড়ালে চাঁদ, সবুজ দেশ,
বাঙালী জাতি।
অ আ ক খ হৃদ নিংড়ানো বর্ণমালায়
বাঙালী সাজাবে সবুজ বাগান,
রক্তাক্ত হৃদপিন্ডে লাল লাল ফু'লে।
.
আজ আঁকবে মানচিত্র সাহসী বাংলা -
এ আমার অবুঝ বুক; সবুজ বাংলা,
এ আমার রক্তের নদী ; রক্তিম বাংলা,
এ আমার বর্ণমালা; মায়ের ভাষা,
এ আমার স্বাধীন দেশ; সোনার বাংলা,
এ আমার শেষ নিঃশ্বাস; স্বাধীন বাংলা,
এ আমার বহমান কন্ঠ; হৃদয়ে বাংলা।

সীমান্ত চন্দ্র রায়




অমর একুশ
************


অমর একুশ আমার জান ,অমর একুশ আমার প্রাণ ।
কে দিবে না তার সম্মান?
অমর একুশের জন্য রফিক জব্বার রাজপথে জীবন করেছে দান।
কৃষ্ণচুড়ার ডালে ফাল্গুন এসেছে লাল হয়ে।
সালাম বরকত অমর একুশের জন্য দিয়েছে বুকের তাজা রক্ত ডেলে।
অমর একুশের জন্য আজো আমি প্রাণের বর্ণমালা লিখি ।
অ আ ক খ প্রাণের বর্ণমালার ইতিহাস আছে সাক্ষী।
অমর একুশের কথা ইতিহাসে আছে লেখা প্রাণের বর্ণমালা দিয়া।।
অমর একুশ আমার জান অমর একুশ আমার প্রাণ।
অমর একুশের জন্য আজো আমি বাংলায় কথা বলি
বাংলা আমার মায়ের ভাষা ,ভাইয়ের ভাষা।
তাইতো বাংলাকে ভালোবাসি।

শামীমা ডেইজী




উর্বর বর্ণমালা অ আ ক খ
********************




আমার শহীদ ভাইয়ের রক্তে রাঙানো মাতৃভাষা
শহীদ ভাইয়ের রক্তে রঞ্জিত বাংলার ধূসরমাটি
সবুজ ঘাসে রক্তে দুর্গন্ধে ঘ্রাণ ভেসে বেড়িয়েছে আকাশে বাতাসে দূর দূরান্তে.
২১শে ফেব্রুয়ারি....
আমরা কি ভুলিতে পারি তোমাদের লড়াই করে
ছিনিয়ে আনা মোদের বাংলা ভাষার ধ্বনি।
জন্ম নিয়েছি যখন থেকে শুনেছি মোরা মিষ্টি সুরে
মায়ের মুখে অ আ ক খ বাংলা ভাষার ধ্বনি।
বই এ পাতার ভাজে-ভাজে বাংলা বর্ণের শ্লোগান
অ আ ই ঈ বাংলা ভাষার রক্তিম আর্তনাদ,
 শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে সন্তানহারা মায়ের
অর্জিত বাংলা ভাষা,
ভাষা সৈনিক শহীদের আন্দোলনের শ্লোগান কানে আসে ভেসে....
যারা করেছে প্রতিবাদ বাংলা ভাষার জন্য ভালোবেসে দিয়ে গেছে বাংলার মাটিতে প্রাণ,
বীর বাঙ্গালীর কণ্ঠে একটাই শ্রোগান রাষ্ট্র ভাষা বাংলা চাই।
বাংলার দামাল ছেলেরা রাষ্ট্র ভাষা বাংলা চেয়ে নেমেছে  আন্দোলনে ভয় করেনি প্রাণের।
বাংলা ভাষার সুর মানুষের কণ্ঠে রবে যতোদিন
বাংলা ভাষা বাঙ্গালীর মুখে থাকবে ততোদিন
বাংলা ভাষা শহীদের স্মৃতি স্মরণ হয়ে রবে।
ভাষা শহীদেরা বাঙ্গালীর হৃদয়ের স্পন্দনে চির অমর হয়ে থাকবে।
পৃথিবী জুড়ে আমার বাংলা ভাষা
শহীদের তাজা রক্তে বর্ণলিপির জমিনে
উর্বর বর্ণমালা অ আ ক খ।

এবিএম মাহাবুবুল ইসলাম




একুশের কবিতা
*************



যে চেতনায়
শিমুল-পলাশ-কৃষ্ণচুড়া ফুল,
হৃদয়জুড়ে ফুটেছিল
দ্রোহের আগুন ফুল।
সেই চেতনার সাহস বুকে
মৃত্যুক্ষুদার গানে,
স্বাধীনতার শপথ ছিল
সাতকোটি ঐ প্রাণে।

সেই চেতনার আগুন জ্বলে
একুশ এলে প্রাণে,
বর্ণমালার মুক্তো ঝরে
কবিতা আর গানে।

একুশ আমার অহংকারে,
একুশ দ্রোহের গানে,
মুক্তিপাগল স্বপ্ন সাজে
একুশ এলে প্রাণে।

শাহ্ আলমগীর

       


          ''রাষ্ট্রভাষা''
             *******
         
   


আমার ভা‌য়েরা রক্ত দি‌য়ে সে‌দিন
রঞ্জ‌িত করে‌ছিল রাজপথ।
উর্দ্দুই হ‌তে হ‌বে বাংলার রাষ্টভাষা
পিন্ডির হুকুম‌তে নেয় মত।

তরতাজা প্রাণ ব‌লিদান‌ে রুখে
সে দি‌নের কা‌লো ধারা।
কেঁপে উঠে মসনদ ক‌রে গদগদ
সকল দাবীতে দেয় ‌সাড়া।

এই মু‌খের ভাষা‌‌ কে‌ড়ে নেবার
সাধ্য ‌যে নাই কাহার।
আমার মা‌য়ে‌দের মুখে শু‌নেই
ফু‌টে স্ব‌রের বাহার।

এ ভাষ‌ায় বর্ণে সা‌হিত্য লি‌খে
কু‌ড়ি‌য়ে‌ছি ভবে সম্মান।
এ ভাষা‌য় দৈনিক ইচ্ছে প্রকাশে
প্রশান্তি পায় যে প্রান।

স্বরে অার ব্যাঞ্জনে লুকে আ‌ছে
সভ্যতা কৃ‌ষ্টি ‌আচার।
শিল্পীর তুলিতে দেয়া‌লে অ‌ঙ্কিত
মুখরিত শ্লোগান বাঁচার।

এ ভাষার বর্ণে বিন্যাস ছড়া‌নো
এঁকে যাই সুখে কল্পনা,
মস্ত অ‌ভিধা‌নে খুটে খু‌টে দে‌খে
অবসান করি‌ জল্পনা।

আমার এ ভাষা আ‌লো আশা
মুক্তো মা‌নিক সোনা।
অগ‌নিত কাব্য উপন্যাস গল্পে
সারা বিশ্বে আছে বোনা।

ফি‌রে আসে বায়ান্নর স্মৃতি নি‌য়ে
প্রতি একু‌শে ফেব্রুয়ারী।
বেদীটায় দাঁ‌ড়ি‌য়ে অশ্রুজলে
ফু‌লে ঢাকি শহীদ ফুয়ারী।