ভাবিনি কোন দিন।
শুধু ,ছুটে গেছি এক দিগন্ত হতে অন্য দিগন্তে মৌলিক বীজ বপন করতে l
তাই পতাকার তলে দাঁড়াইনি কোন দিন !
তবে কি আমি নিরবতায় বিশ্বাসী !
না l রক্তে এসেছে স্বাধীনতা l
তাই বিরহ লিখে যাই প্রতিদিন ।
দাউ দাউ আগুন জ্বলে ওঠে অক্ষরে অক্ষরে l
তবুও অনুকম্পার জঠর হতে উড়িয়ে দেব লাল গোলাপের পাপড়ি ।
ভারতবর্ষের আকাশও একদিন গর্ভবতী হয়ে উঠবে l
সেই মুক্তির জল ধারায় ভিজে শান্ত হবে এই কলম !
সেই সূর্যের অপেক্ষায়
আমি..তুমি..আমার আপামর পাঠক l
তোর কপাল জুড়ে জয় তিলক এঁকে দিন বিশ্বশিল্পী l
দূরে বহু দুরে.. সুমেরু প্রান্তে
আমি এক বঞ্চিত পতঙ্গ l
তার কান্ড জুড়ে খেলে বেড়ায়
তোর অবয়ব l
গজলের সুর.. মাঘি পূর্ণিমার রাত,
গান নেই আজ,পরে আছে স্মৃতির কিছু ঝরা পাতা l
ছিঁড়ে গেছে ভায়োলিনের সবকটি তার l
বৃষ্টির মতো পালিয়ে বেড়ানো আমি তৃতীয় প্রেমিক l
নিবিড় ছায়াপথ l
অযাচিত দুঃখ নেমে এসেছে ললাট বেয়ে l
এখনো শরীর থেকে মুছে দিতে পারি নি তোকে l
রয়ে গেছি বঞ্চিত পতঙ্গ হয়ে l