নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

উজ্জ্বল ঘোষ






রক্তপ্রবাল
***********



      
অনামিকায় জ্বলছে রক্তপ্রবাল...
সেজমাসি ফিসফিস বলে গেছে মাকে
বড়মামা স্পষ্ট
বাবা পায়চারি করছে
মা ভয়ে মরছে...
কেউ বলে কলাগাছ, কেউ নারায়ণ...
শেষে স্থির করে.....
আমি তো ভীষণ ছোট
বড় হ'তে চাই!
আত্মগত লজ্জা ভাবে
আর কি উপায় নাই!...
সে অনামিকায় জ্বলে রোজ
আমার চিতা
আমি কি আদৌ জীবিত ?

প্রতিভা দে



এক টুকরো আকাশ

********************


এক টুকরো আকাশ আমার বড় প্রিয়
সেথায় খেলে মেঘেরা সব ,আর যত তারা রয়।
আকাশ পানে তাকালে আমায় সাথে যেন
কত কথা কয়।
বলে আমায় আয় না আমার কাছে
সকাল বিকেলে থাকিস ত তোরা
বন্দী ঘরে বসে।
নিশ্বাস  নিবি যত বাতাস ছড়িয়ে আমার কাছে
হুরহুরিয়ে ছুটছে ওরা আমার পিছে পিছে
তারা কি ধরতে পারে ,আমায় এসে কাছে
এত ভরা আলো ,আছে আমার কাছে
সূর্য টা ও থাকে আমার আশে পাশে।
তারারা সব আমার কোলে ঘুমিয়ে থাকে
নিশ্চিন্তে
তোর কথা ভাবতে আমার ভালো লাগে
আয়না ছুটে আমার কাছে
থাকিস কেন ছোট্ট ঘরে, আটকে সারাটি
জীবন ধরে।

জয়দীপ চৌধুরী





আমিও পারি

***********


তুমি জানো,, ইচ্ছে হলেই শুষে নিতে পারি উষ্ণতা!!
কুয়াশা ধুয়ে একমুঠো রোদ হতে পারি!
সোহাগী ওম তখন শরীর জুড়ে,,,
পোষের ওষে মুঠো আকাশে তোলপাড় ঝড়,,, হঠাৎ কালবৈশাখী
অসময়ের বোশেখে সব ঋতু মিলেমিশে একাকার,,,
কস্তুরী আঘ্রাণে সুখের স্পর্শ,,,

বিশ্বজিৎ ভৌমিক





"হৃদয়ের সুর"
*************


বিরহের আঁচল জড়ানো গায়ে আজো তোমার জন্য শিহরণ জাগে---
ভেজা ভেজা হলুদ বিকেলে , হৃদয়ের শূন্যতায়, নীবিড় উচ্ছ্বাসে ।
ভালবাসা বলতে এখানো তোমাকেই বুঝি, 
প্রেমের সুখ আজো তোমাতেই খুঁজি । 

নতুন পৃথিবী গড়ার জন্য এক যুগ ধরে প্রতিক্ষায় আছি ।
ঝরে যাওয়া বকুল ফুল একটি একটি করে তুলে রেখেছি ,
তুমি মালা গাঁথবে বলে।
শূন্য বিকেলে, নদীর ঘাটে, সবুজ প্রান্তরে, অথবা নির্ঘুম রাতের জোৎস্না আলোতে,
তোমাকেই খুঁজি যথারীতি।

বিরহের মাঝে তোমাকে খুঁজে পাই, জীবনের শেষ বেলাতেও পাবে অফুরন্ত ভালবাসার স্বীকৃতি ।

হে মায়াবী পৃথিবী যদি পারো ফিরিয়ে দাও আমার স্বপ্ন সুখের আশা, 
আমার হৃদয়ের শান্তি,
আমার প্রেম,
আমার ভালোবাসা ।।

ইভা আলমাস





ওগো ভালোবাসা 
****************




তোমার দৃষ্টি উপদ্রুত ম্রিয়মাণ সন্ধ্যায়
হৃদয়ের ধারাপাতে হঠাৎ করেই
সেই মুখ দেখবো বলে
কালান্তর আয়নার কাছে যাই।
জানিনা কেন আজ
স্মৃতির ফানুস এর উপস্থিতি
জলজ হৃদয় গহীনে ।
আশ্চর্য এক তুলির আঁচড়ে
এঁকে যাই তোমার মুখচ্ছবি
যেন এ পথেই আমার সব সুখ ,
অস্তিত্ব মিশে গেছে  তোমার ভালবাসার নীল সরোবরে... 
সত্যিই দারুণ প্রেমিক তুমি !
ঠোঁট ছুঁয়ে চোখ ছুঁয়ে ভালোলাগাকে বশ করেছো ঠিক
তাই বলে মন 
তাও বশ করে নিলে !
পাথর মাটিতে বুনে দিলে 
সুখাপ্লুত স্বপ্নের বীজ ! 
তাইতো ...
এতো ভালবাসি তোমায় 
বারবার কাঁদালেও প্রেম কমে যায়না কখনওই  ;
তোমার কষ্টে ঝরা জল গুলো
সবুজ সার হয়ে 
মিশে যায় তোমার ভালবাসার 
গাছটিতে,
পত্র - পল্লবে সুশোভিত হয় 
আবার আমাদের প্রেমজ 
শাখা-প্রশাখা. ....

স্বস্তিকা সাহা






প্রতিক্ষা
*******


প্রতিক্ষায় রহি
হৃদয় দ্বীপ জ্বালি
তোমার পথ পানে চাহি
সদা মোর শয়ন স্বপনে।
আমি প্রতিক্ষায় রয়েছি আজো অমল
বিমল আনন্দ শোকানলে মোর
অস্তিত্ব সনে।
হৃদয় কুঞ্জ তলে অহোরাত্র রহি প্রনিপাতি
তোমার মূর্ত মূর্তি খানি
আমার হৃদয় আনি প্রতি।
প্রতিক্ষা প্রহর এখনো গুনি
সেই বানি তোমার সরি।
প্রিয়ে রহে
বসি প্রতিক্ষার
প্রগাড় বেদন সহি
যাবে যদি এসো তবে
যায় দ্বীপান্তরে,
দূর্র ঐ সাগার সুনীল তটে
যেথায় নভনীল
গানচিল একাকার প্রেমে
যুগলে যুগল।
রচিব সেথা কুঞ্জ
বিজন বনে
মোরা দু জনে
নিবিড় প্রেমে।প্রিয় তব লাগি।