নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

পুরনো স্মৃতি ও নতুন বছর সংখ্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পুরনো স্মৃতি ও নতুন বছর সংখ্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

চন্দ্রানী পাল



হারিয়ে গেছে ...
**********






বছর আসে,চলেও যায়
শেষ হয়ে যায় খেলা,
এরই মাঝে হারিয়ে গেছে
মজার ছেলেবেলা।

মান ও নেই,হুঁশ ও নেই
মানুষ লোকে বলে
হারিয়ে গেছে হৈ-হুল্লোড়
লোভের কোলাহলে।

মিথ্যা কথার ফুলঝুরি আর
বিশ্বস্ততার নামে,
বিকিয়ে গেছে মনুষ্যত্ব আজ
সস্তা জলের দামে।

 সরলতার দাম নেই আর
সহজ,সরল কথা,
বাঁকা চাহনী, আর কটাক্ষ
হৃদয়ে জাগায় ব্যথা।

নিত্য নতুন মুখোশে মোড়া
মেকি মুখের মেলা,
ভালোবাসার নামে চলছে
নিত্য নতুন খেলা।

সবাই কেমন ব্যাস্ত এখন
ত্রস্ত সকল কাজে,
শৈশব তাই পথ হারিয়ে
বিষাদ সুরে বাজে।

দুষ্ট মনের চঞ্চলতা
চাঁদনী আলোর রাতে
লুকিয়েছে সব কোন সুদূরে
শিশির ধোয়া প্রাতে।

আজকে কার ও হয় কি দেখা
লালচে রোদের সোনা
পাখির সুরে সকাল হওয়া
এখন হাতে গোনা।

মনের কথা মনেই থাকে
যায় না এখন লেখা
অ-দেখাকে যায় না এখন
নতুন  করে দেখা।

এখন ও কেন বেঁচে আছি
জানিনা কিসের তরে,
সোনায় মোড়া দিনগুলো কেউ
ফিরিয়ে দিতে পারে!! !!

তপন সৎপথী




বর্ষ শেষে 
******



দিবসের শেষ রাগ আসিল ভাসিয়া
পশ্চিমের ক্ষীণ আভা আলস্য উঠানে ,
নিমিত্বের পথে শেষ উদয়াস্ত ডাক
ভাস্কর্যে উজ্জ্বল প্রভা সূর্য আগমনে ।
পৃথিবী প্রবীণ হবে আগামী বিহ্বল
বৃদ্ধাশ্রমে শান্ত মুখ নীরব নিশ্চুপ !
কালের অন্তিম রথে নিরাধার শুন্য
সময়ের ডাকে আমি মুক্ত আগন্তুক ।
কর মোরে ক্ষমা তুমি বিগত সময়
চলিবার পথে থাক শুভেচ্ছা তোমার ,
নবীনের মুক্তাঙ্গনে নিশ্চিন্ত সমাজ
অবিশ্বাস লুপ্ত হোক বিশ্বাসে সবার।

মনি আহমেদ



                    নতুন দিন 
                     *********



"দোহাই  তোদের , একটু  চুপ  কর ।
 ভালোবাসিবারে  দে  আমারে  অবসর ।"--রবীঠাকুর
সত্য  অদ্ভুত  এই  ভালোবাসা  ,মানুষ  কি না  করতে,
পারে এর  জন্য  ?জীবনের  যা কিছু  সকাল  সন্ধ্যা
ঘড়ির  কাঁটায়  চলতে  চলতে  সব  কিছু  ভুলে ।
ভালবাসাকে  ভুলতে  পারে  না --------

সেদিন  সন্ধ্যাবেলা  ছাঁদে  এসে  দাঁড়ালাম
তুমি  এসে  দাঁড়ালে  কাছে  এটি  বড়  দরকার ছিলো,
যে  আমার  কপালে  চুমু  খেলে  ,আমার  শূনতা  যে
পূরন  করলে  চলো  আমরা  চলে  যাই  এখান থেকে ।

নূতন  পৃথিবী  গড়বো  আমরা  সমস্ত সৌন্দর্য  নিয়ে ,
হাজার  গোলাপ  ফুটে ,পাখির  কলকাকলিতে  ঘুম ভাঙ্গে ।
থাকবে  সমুদ্রের  উত্তাল  তরঙ্গ মাথার  উপর  একফালি চাঁদ ।
আমরা  ফেলে  যাবো  নূতন  দিনের জন্য  সব  কিছু ----

পুরানো  জঞ্জাল  শেষ  হবে  নূতন  দিন ,
ছেড়ে  যেতে  চাই  সব  ধ্বংসের  রাজনীতি
তৈরি  করবো  নুতুন  দিনের  নুতুন  পৃথিবী ,
যা  ভালোবাসা  শ্রম  দিয়ে  ঘিড়ে  রাখবে  ,
আমাদের   এই  সাজানো  পৃথিবী টা ।

মৌসুমী সুর রায়



              সময়      
             ******

সেই রাতে অস্থির আমি বারান্দায় পদচারণরত,সঙ্গী ছিল ঝরা পাতার ফিস ফিসানি,শিশিরের কান্না।চাঁদ গুমরে গুমরে অভিমান উগরে দিচ্ছিল,মেঘেরা এদিক সেদিক দলবাজিতে ব্যাস্ত।রাতের শরীরে সাড় নেই,সে বড় শান্ত।তখনই দেখলেম তাকে, স্বপ্নাবিষ্ট মোহগ্রস্ত এক ভবঘুরে...নিশুতি রাতে যেন কেউ দীপ জ্বেলে তার পথ চেয়ে বসে আছে,সে হাঁটছে দ্রুত যেন হাওয়ায় ভেসে ভেসে চলেছে,যেন সে বাস্তব নয় সে আমারই দেখা এক স্বপ্ন।

আমিও তার পিছু নিলাম,সে খেয়ালও করলে না।সে এক স্বপ্নের জাদুকর,কলির ঘুম ভাঙিয়ে তাকে আবেগ-মথিত চুম্বন করে ফুল ফুটিয়ে চলে,তার তুলির টানে হিল্লোলে মেতে ওঠে নদী।পাখিরা থতমত খেয়ে বন্দনা শুরু করে।

অনুভব করলাম আমি এই সে...যে আমাদের সকলকে পরিপক্ক ফলের মতো পরিণতি দেয় তারপর আমরা মরা পাখির পালকের মতো নিঃশব্দে ঝরে যাই।মাঠের পর মাঠ পেরিয়ে, বনবাদাড় পার করে সে তার ঝুলিতে বয়ে নিয়ে যায় আমাদের সুখ,দুঃখের হরেক হিসেব।আমরা তার পিছু পিছু চলতেই থাকি নিয়তির অমোঘ টানে।

                                 


কৃপা বসু




এসো আগুন ছুঁইয়ে দাও তোমার প্রসাদী ফুল 
******************************




অনেকখানি ক্লান্ত হলে প্রিয় কবিতার কাছে নগ্ন হই। খুব নিবিড়ে ঢেউ খেলে যায় গোটা শরীর জুড়ে। ফুল ফোটানো যেমন উদ্ভিদের লক্ষ্য তেমন বংশবিস্তার করাও মানুষের প্রধান কাজ তাইনা!!

   বদলে যাওয়া ঋতু,পুরোনো বাড়ির পরিবর্তিত ক্লেমাটিস সয়ে যায় একদিন ধীরে ধীরে। মরচেধরা স্মৃতির লিফলেট আদতে কমলালেবুর পিঠ থেকে খসে যাওয়া চামড়ার মতোই অকেজো..

   কুয়াশার ভেতর দুটো চোখ ভেসে ওঠে। মায়ের হাতে বোনা সোয়েটার চেপে ধরি শক্ত করে। ভাত ফুটে উঠলে কতদিন তোমার আঁচলের গন্ধ পাইনা মা। ধুলোমাটি মেখে আসা প্রতিটি বিকেলরোদ দোলনচাঁপা ছুঁয়ে নির্মেদ আলো হতে চায় কেবলই..


    গাছ বলতে তো আমরা হেলান দেওয়ার একটা কাঁধ বা জিরিয়ে নেওয়ার ছোট্ট কোল বুঝি। অগ্রিম টিকিট কেটে বসে থাকি জামরঙা ট্রেনের অপেক্ষায় অথচ টাইমটেবিলে মাপা হয় স্টেশন ও সময়ের দূরত্ব। রাতের ডানা ঝাপটানো বন্ধ হলে বুঝি সকাল হয়ে এসেছে..

   ঝরে পড়া শীতের কুঁড়ি লেপের তলায় ভাজ করে মেতে উঠি অবশিষ্ট ক্লোরোফিল বিলিয়ে দেওয়ার কাজে..

 
 এসো আগুন এসো ছুঁইয়ে দাও তোমার প্রসাদী ফুল আমার কপালে..