নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

তনুজা চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তনুজা চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তনুজা চক্রবর্তী




পাটকাঠি
********


                   

বদল এসেছে, আঙ্গিকে বদল না ঘটিয়ে
শঙ্খের ছন্দের বারান্দায় কবিতা,
রবি মধু ছন্দে ঘোরাফেরা করেছে---
তবে নবীন কলম সেই সুরে, 
অনীহা দেখাতে গিয়ে আজ সরগম ভুলেছে !
আধুনিক সভ্যতা ঝুলছে ছেঁড়া জিন্সে,
কোমর থেকে নেমে অনবরত মাটি ছুঁতে চাইছে, 
পুরুষের লজ্জা বস্ত্র !
নারীরাও মুগ্ধ ছেঁড়া জিন্স, কাটা হাতে! 
গান সোৎসাহে পানীয় হয়েছে, 
যুগের সঙ্গে সভ্যতা এগোচ্ছে
কবিতার সঙ্গে প্রবন্ধের অবৈধ প্রেম বাড়ছে,
শুধু হারাচ্ছে কবিতা প্রীতি--
অভিধান বুকে জড়িয়ে কবিতা পাঠের অভ্যাস, 
নীরেণ সুনীল শক্তি  অবধিই তাকে ভালোলাগায় !
তাই শুরুর সেই সহজপাঠ, মান্ধাতার পথপ্রদর্শক 
এখনো প্রকাশকের পেট ভরাচ্ছে !
অবয়ব টাকে মেনে চলেছে সাহিত্য, 
শুধু কাঠামোটা পাটকাঠির বন্ধুত্ব---- 
মেনে নিয়েছে।

তনুজা চক্রবর্তী

হারানো সময়
*************


      

সময়ের আগে সন্ধ্যে এল 
আকাশের সেকি রাগ,
থেমে থেমে গর্জে উঠছে
বলছে তোরা ভাগ!
আমরা তখন নতুন পাতা
কিছুতেই নেই ডর,
আকাশ দেখে মন বুঝেছে,
পূর্বাভাস দিচ্ছে ঝড়।
টালির চালে পড়ার শব্দ
গড়ছে আমের পাহাড়, 
জিভের জল ভাবছে তখন,
আচারের কত বাহার!
আকাশ তখনও রাঙাচ্ছে চোখ
গলার সেকি জোর,
সব শুনেও না শোনায় যেন
কিসের একটা ঘোর----
এখনও আসে বৈশাখী ঝড়,
আমও পড়ে ঝরে,
আমি এখন অমলের মতো
দেখি জানলা ধরে---