দীপাবলী
ঘোর অন্ধকার।
অমাবস্যা।
মা কালী, সাকার।
আঁধারের তপস্যা।
কালো রূপে বিরাজিতা দেবী।
ভক্তিতে তাঁর শ্রীপদ সেবী।
দীপ জ্বালিয়ে দিই।
আশিস চেয়ে নিই।
লোভের দিই বলী।
জবায় দিই অঞ্জলি।
তারায় সাজে গগণ।
পৃথিবী ধ্যানে মগন।
বড় পুণ্যের লগণ।
ফুল, ফলে ভরে পূজার ডালি।
জয় শ্রী মা কালী!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন