...আরও নিম্নগামী হোতে চায় চোখের দৃশ্য-জল।
মন বলে বস্তুটির পাশে উনকোটি প্রত্নস্বাক্ষর_____
অক্ষরে অক্ষরে মননের আদর্শলিপি কথা বলে; তবুও
আবশ্যিক কোন documents দেখতে পাচ্ছি না
জ্যোৎস্নার সময়সীমায় চাতক পাখিটি রংবদল করে।
কালো। বাদামি। সাদা।
নির্ধারিত ভাবে আকাশ আর গিরগিটির পোশাক বদলে শীতকালের সকাল আর গ্রীষ্মের দুপুরে ডাহুক পাখি ডাকে।
সময়ক্ষণটির ছায়ার পিছনে আবদ্ধ হচ্ছি।
ডাকছে আর ভাঙছে শীততাপনিয়ন্ত্রিত ঈষদুষ্ণ শরীরী কারু-কোষ ।
ও বলা হয় নি, আজ নিরুত্তাপ ছিলো স্টালিনের স্বেদনজল।
এবং
১টি ঘোষণায়
ডাউন ট্রেন কর্ড লাইন লোকাল ৩৩ মিনিট লেটে চলার খবরে
গোটা পলাশ চত্তরের সরলরেখা জ্যামিতি বক্স হাতে ত্রিকোণমিতি করছে_____
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন