নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বলয়গ্রাস: মায়িশা তাসনিম ইসলাম



প্রিয়তমা অন্ধকার
"একাকীত্ব" শব্দটির কাছে একাধিক ছায়াও নিঃসঙ্গতায় আত্মাহুতি দেয়
সমাজ কবিতা শেখাতে আসলে নির্ণয় করি দ্রাঘিমা ও ব্যক্তিগত সারাংশ
দ্বীপের বুকে উঠে আসে সৌরজগৎ, কুয়োর থেকে ধীরে ধীরে সরে জলের গান
তৃষ্ণা থাকে না বলেই অসামাজিক কবির পটভূমিতে নির্লজ্জ শব্দেরা ঘর বাঁধে, সংসার ভাঙে


প্রিয়তমা অন্ধকার
এই বহুগামী সমাজ কবিতাকে 'অশ্লীল' বলতে বলতে ভুলে যায় গোপনাঙ্গ পরিষ্কার করার কথা!
দহনে ফুল ফোটাও প্রিয়তমা, জল ঢাললে মরে যাই....মরে যাই.....


কোন মন্তব্য নেই: