নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মাটি : শক্তি পুরকাইত


এখনও মাটির কাছে দাঁড়াই
এখনও গ্রামে গ্রামে ঘুরি ।

সকল সময় আমাদের পূর্ব পুরুষেরা
বলতেন , মাটির কথা
মানুষের কথা ।

আকাশের সিঁদুরে মেঘ দেখলে
চোখের সামনে ছল ছল করে
নদীর ভাঙনে ভেঙে যাওয়া ঘর ।

আমার মায়ের সেই ডাক
আমি কী এতই সহজে
ভুলে যাব !

বহু দূর থেকে শোনা যায়
কার কুঁকিয়ে ওঠার শব্দ

অথচ প্রতিনিয়ত লাঙলের ফলায়
এ ফোঁর ও ফোঁর করে
     মাটি ।

কোন মন্তব্য নেই: