এত দিনে বুঝিলাম ওরা স্বার্থপর
স্বার্থের লোভে সবই পারে ওরা
ভুলে যায় প্রেমের দর।
ওরা লোভী,
পূজার লোভে খেলে ওরা প্রেম খেলা
স্বার্থ ফুরালে পূজারীরে ওরা
হানে শত অবহেলা।
ওরা স্বার্থপর মির্জাফরের জাত
পূজা শেষে পূজারীরে ওরা
সজোরে মারে লাথ।
ওরা লোভী, লোভী ওদের মন
এক জন থাকিতে ওরা চাহে অন্য জন।
ওরা বিশ্বাস ঘাতক,ওরা পাষাণ
নীলকণ্ঠ কবির অশ্রু লেখা ওদেরই দেওয়া দান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন