তার কাঁধে হেলান দিয়ে নয়নতারা গাছটি আদর খেতে চেয়েছিল | দোয়েল পাখি তুমি জানো! দেয়ালের ফাঁকে বটচারাটি স্বরবর্ণ শেখাতো |
এখন তারাখসা আর নায়াগ্রা দুটোই তার পায়ের ছোঁয়া চায়|
সেট্রোনিলার গন্ধ, তিস্তা তিস্তা হাওয়া আর শিলিগুড়ি ভাষাতেও শুধু সে |
আমার হাতের ঘড়িটির সারা শরীরময় জ্যোৎস্না জ্যোৎস্না সন্ধ্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন