না জানি কবে থেকে আমি,
একটি আস্ত মেঘের মুখ দেখিনি
ঝমঝমিয়ে বৃষ্টি ,আমার বুকের
উপর কত দিন নামেনি।
সেই কবে যেন শিকড়গুলো
উপড়ে ফেলে ছিলো যে,
নতুন করে গাছ লাগাতে
আর ফেরেনি তো সে।
গরম লুএর ছোঁয়ায় আমার বুক ক্রমশ ফাটছে!
হাহাকার করছে যারা ঐ খালি পায়ে হাঁটছে ।
কেউ কি আটকাইনি তাদের,
নাকি ওরা কারও কথা শোনেনি?
বন জঙ্গল কাটছে বেদম,
এখনো কি কিছুই বোঝেনি?
নাজানি কবে থেকে,
আমি একটি পাখির মুখ দেখিনি।
সে যে দল বেঁধে সব রওনা দিয়েছিলো,
সেকি! এখনো তো তারা ফেরেনি ?
সকাল বিকেল দিঘির ধারে বসতো তারা এসে।
ওদের কথা শোনা যায়না আর,
গেছে দিঘির জলে ভেসে।
দিনের পর দিন পৃথিবীটা আমার ,শুধু ব্যথায় কাতরাচ্ছে ।
আমার বুকের ভেতর গর্ত করে ,তারা এখোনো হাতড়াছে।
তেল ,কয়লা,সোনা,রুপা ,খুঁড়ছে সবাই , ভাবছেনা কেউ!!!
গলছে হিমবাহ ,ফুলছে সাগর,উঠছে সুনামি ঢেউ । । ।
কোন্ ভবিষ্যতের কথা ভেবে সব এড়িয়ে তুমি চলেছো?
একবার ঘুরে তাকিয়ে দেখো পেছোনে কী তুমি ফেলেছো। ।
সেই সবুজের দেশ,শিতল হাওয়া,মিষ্টি পাখির ডাক,
শেষ কবে শুনেছো,কবে বৃষ্টিতে ভিজেছো,বলো শেষে কী পেয়েছো?
1 টি মন্তব্য:
Heart touching poem..
একটি মন্তব্য পোস্ট করুন