নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

ভীষণ প্রেমের দুপুরে: মল্লিকা




স্তব্ধ দুপুর ক্লান্ত হাওয়া গরম গুমোট ভাব
জানলা রোদে বিছানাটার আদর মাখা স্বভাব ;
কপাল ছুঁয়ে চুল সরিয়ে সোহাগ চুমু ঘাড়ের কাছে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে দুপুর তখন স্বপ্নে বাঁচে...

গল্প পাহাড় আড্ডা জমায় উষ্ণ ঘড়ির কাঁটা জুড়ে
চোখে চোখ ব্যস্ত ভীষণ রাগ রাগিণীর কোমল সুরে ;
দুপুর গড়িয়ে বিকেল আকাশে সিঁদুর রঙের প্রেম ধরেছে
অলস সুখে জানলা পাড়ে দু'একটা মেঘ ভিড় করেছে...

এবার তবে নামবে বৃষ্টি আত্মহারা আনন্দে তাই
সুখ কিনবো সুখ, বুঝলে প্রেমিক খুব যখন কাছেতে পাই ;
ঝুলবারান্দার সন্ধ্যামালতি তখন নেশাভরা সুগন্ধি ছড়ায়
জোনাকিগুলো ওর গায়েতে দারুন প্রেমে আলো মাখায়...

দেওয়াল ঘড়ির কাঁটা শুধু দেখতে ব্যস্ত সময় ভুলে
ছাড়ো প্রিয়তম, ছাড়ো এবার, থাকলে তো অনেক আলিঙ্গনে ; 
তোমার আচরণ শিশুসুলভ, বড্ড তুমি খামখেয়ালি
বেবাক আমি আবেগপ্রবণ, নিস্তব্ধ তখন পড়ার গলি...


কোন মন্তব্য নেই: