প্রিয় অরণ্য,
এই মহাবিশ্বে যত ভালোবাসা ছড়ানো আছে
তার সবকয়টা একত্র করে লিখলাম গভীর প্রনয়ের পত্র।
অপার নৈশব্দে ধ্যানমগ্ন হয়ে
যখন তুমি পড়বে এই চিঠিটা,
তখন নিঃষ্পাপ এক মানস প্রতীমার চিত্রপট ভেসে উঠবে তোমার হৃদয় ক্যানভাসে।
যার হাতে হাত রেখে উষ্ণ আবেগে বলেছিলে
প্রতিঘন্টায় একবার স্মরণ করবে,,
আর প্রতিটা কথার মাঝে বলবে ভালোবাসি।
আমি কিন্তুু বলব,তুমি বলবেতো?
অথচ ঘোর অমানিশায় মিশে যায় এক হারা দেহ।
আর তাইতো,
যান্ত্রিকতার এই পৃথিবীতে ছুটতে ছুটতে...
কখন যেন মনের চাওয়াগুলো হয়ে গেছে
চন্দ্রভূক আমাবস্যা।
কিন্তুু আমি জানি অরণ্য ,
আজো যন্ত্র হয়ে উঠোনি তুমি।
আজো সেই পূর্ণিমার স্নিগ্ধ আভায়,
ভেসে উঠো তুমি গোভীর প্রনয়ের আবেসে।
আর বুকের বাঁ পাশে হাত রেখে দীর্ঘস্বাস ছেড়ে বল ভালোবাসি।
তোমার শব্দের সেই প্রতিধ্বনি,
আমার গোহিন সমুদ্রে তিরিক্ষি ঝড় তুলে।
তখন আমার অন্তরিক্ষে প্রজ্জলিত হয় হাজারো নক্ষত্র মেলা।
ইতি.....
তোমার মানস প্রতীমা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন