.
দ্বিধাগ্রস্ত -
হৃদয়ে যারা পাড়ি দিতে চায় প্রণয় সমুদ্র। আমি
চিরকালই অস্বীকার করি তাদের। কভু -
যারা অন্ধ বিশ্বাসে -
প্রেয়সীর
ঠোঁট শুষে পান করেনি অমৃত
শবার। আমি চিরকালই তাদের ঘেন্না করি।
তথাপিও নিজের প্রতিও আছে কিছু অভিযোগ।
আমি কেবল, প্রত্যাখ্যাত প্রেমিকের মত এসেছি
ফিরে, ঘর পালানো জ্যোছনা রাতে
নিবৃত্ত অভিমানে।
স্তব্ধ নয়নে নিদ্রার গভীরে স্পষ্ট দেখেছি
নিজেকে খুলে -
রোজ বিকেলে
"একটি কিশোর ছেলে
চুপি চুপি সাগরের কূলে দাঁড়াতো একাকী
তন্ময় চোখে তার রাশি রাশি বিস্ময় নিয়ে " -
জেনেছি
জীবন যাত্রা যদিও দীর্ঘ নয়
তবুও বিদায়ের অধিক দুঃখ বুকে নিয়ে
পৃথিবীর দিকে'ই চেয়ে থাকে শব মানুষের হৃদয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন