ওহে শুনছো,
হ্যাঁ হ্যাঁ তোমাই বলছি।
কোথা হতে আসছো তুমি পথিক?
নিয়ে যাবে আমায় তোমার সঙ্গে?
ওই সাত সমুদ্র পারে নদীর তীরে?
যেখানে কেউ থাকবে নাকো থাকব তুমি আমি
দেখব আমি দু- চোখ ভরে পৃথিবীর হাত ছানি।
পৃথিবী আমায় বলবে ওরে ফিরে আয় হাত ধরে
আমি বলব যা হতভাগা আমার থেকে দূরে।
সুখে আছি শান্তিতে আছি হয়ে তোর থেকে দূরে
তুই যে বড় অভাগারে থাকব তোর থেকে দূরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন