কথার মাঝে কথা মিশে শহর পুড়ছে নিকোটিনে । ভিড়ের মাঝে হারিয়ে গিয়েও তোমার শব্দ নেব চিনে ।।
" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে
কথার ভিড়ে সমাজ ওড়ে তুই কেডা! হিংসা ওড়ে ভর দুপুরে মার গুলি।
গুরু কি দিলে রোয়াবি চাল মর সব লাশের কথা শুনতে দেব? মার লাথি!
লাশেই শুরু কর্মনীতি বোলচাল বোলচালেতে নষ্ট গুরু গুলি ছোঁড়ে।
লাগ ভেল্কি লাগ ভেল্কি লাগুক না লাগলে জোর অক্কা পাব তুমি আমি।
হায় কপাল! জন্ম থেকে দেখি খেলা বুঝবো ঠ্যালা এবার তালে ক্ষেপে ক্ষেপে?
একটি মন্তব্য পোস্ট করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন