বর্ষা লেখা
যেদিকে তাকাই মাইল মাইল সবুজ
দূরে দিগন্ত রেখা বরাবর আকাশ বিষাদ সাজিয়েছে
এখানে এই নির্জন ডুয়ার্সে ধ্বসে পড়েছে শহুরে মুখোশ
কয়েকটা মুহুর্ত, তারপরই ধেয়ে এল কান্না
বৃষ্টি কুয়াশায় ঢেকে গেল প্রান্তর
এই অপরূপ দৃশ্য মেখে ভেসে যাচ্ছে যত প্রেমহীন দিন
বিপ্লবী জলহাওয়া উড়িয়ে নিল ক্লান্তির চাদর
এখন কেউ দুটো ভালোবাসার কথা বললে
দু চার লাইন লিখেও ফেলতে পারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন