সত্য বলতে বাঁধা
সত্য বলতে বাঁধা
আজকের এ কবিতা তোমার জন্য নয় প্রিয়, ভয় পেও না
তোমাকে অপরাধী করব না, অভিশাপ দেব না৷
যেদিন প্রথম জেনেছিলাম তুমি আমাকে ভালবাসো
আমি নির্বাক হয়ে তোমার মুখের দিকে তাকিয়েছিলাম।
যেদিন প্রথম আমার হাতটি তোমার মুঠোর মধ্যে বন্দি করেছিলে
আমি পুলকিত হয়েছিলাম, সাথে লজ্জাও পেয়েছিলাম দ্বিগুন।
আর আজ নির্বাক ভাবেই দুর থেকে তোমাকে দেখে আসছি
কাছে যাবার সাহস নেই, নেই কোনো অধিকার
তবুও সম্মুখে এলেই সুযোগ খুঁজি আঁড়াল হতে দেখার।
সেদিনও দেখেছিলাম মঞ্চে হতে, ব্যস্ত ছিলে অনর্গল কথোপকথনে।
আজকের এ কবিতা তোমার জন্য নয় প্রিয় , ভয় পেও না
তোমাকে আর ভালোবাসার কথা বলব না,
ভালোবাসার মায়ায় ক্ষণে ক্ষণে জড়াব না
আমার সমস্ত স্বপ্ন আর আবেগ বামপাশের পার্লামেন্টে বন্দি রেখে
তোমায় উড়িয়ে দেব তুমি প্রান ছেড়ে বাঁচবে
মুক্ত বিহঙ্গের মতো খোলা আকাশের বুকে
আজকের এ কবিতা তোমার জন্য নয় প্রিয়, ভয় পেও না
কথা দিচ্ছি , তোমার কথা আর কাউকে বলব না,
বলব না রাতের আঁধারে দাঁড়িয়ে থাকা হোস্টেলের -
চারতলা বিল্ডিংয়ের সামনের সেই আকাশী বাড়িটিকেও
তুমি ভয় পেও না, তোমাকে ছোট করব না
বিন্দুমাত্র দোষ দেব না, আমাকে স্বপ্ন দেখানোর জন্য অপরাধী করব না
সবটাই আমার ভাগ্য বলে মেনে নেব
ভাগ্যের কাছে হেরে গিয়ে ভালোবাসার স্মৃতি আগলে বাকিটা পথ এগিয়ে যাব।
আজকের কবিতা তোমার জন্য নয় প্রিয়
আজকের কবিতা আমার জন্যেও নয়
আজকের এ কবিতা ভাঙাচোরা সেইসব মানুষদের জন্য
যারা পেয়েও হারিয়েছে তাদের প্রিয়জনদের৷
বিঃ দ্রঃ -- ৩ নং ও ৪ নং লাইন দুটো সংগৃহিত।
আপনাদের উৎসাহ আমাকে আরো ভালো লিখতে শেখাবে
মানবতাকে বিপন্ন করে জাতি হয়েছে বন্দি
স্বার্থের নীতিতে মগ্ন হয়ে করেছে সন্ধি
সংখ্যালঘুর নির্যাতনে শুনেনি কেউ কাঁদন
মানব শিশুর কান্নার আওয়াজে জাতিকে করেনি বাঁধন।
অভিশপ্ত পৃথিবীতে অভিশপ্ত আমরা
অভিশপ্ত আমাদের জগৎময়
জাতি আজ বিবেকহীন মস্তক ধরণীর বুকে
মানবতা সব অসহায়।
ফিলিস্তিনি, কাশ্মীর যখন অবরুদ্ধ ধরণীর বুকে
কারো কন্ঠস্বরে শুনা যায়নি প্রতিবাদে সোচ্চার
সংখ্যালঘু বার বার নির্যাতিত হয়েছে শোকে
ধরণীর বুকে ছিল না কারো হুংকার
অভিশপ্ত পৃথিবীতে অভিশপ্ত আমরা
অভিশপ্ত আমাদের জগৎময়।
ধিক্ষিত মানব কণ্ঠ অকণ্ঠিত জীবন
সংখ্যালঘু সব বন্দিশালায়
ধমনীতে দেখা যায়নি প্রতিবাদে সোচ্চার
মারণাস্ত্রে অঙ্কুরিত করে জাতির মাঝে করেছে আবাদ
মানবতা যখন বিপন্ন ধ্বংসের লিলা
স্বার্থের নীতিতে গড়ে তুলিনি প্রতিবাদ।
অভিশপ্ত পৃথিবীতে অভিশপ্ত আমরা
অভিশপ্ত আমাদের জগৎময়
দশের লাঠি পুড়বে যখন একা
নিরবতা যে ভাবায়
আদমের ঘরে জন্ম নিয়ে ছিল শিশু নিষ্পাপ
ধরণীর বুকে জাতি করেছে আজ তাকে বিভেদ
দানবের বেশে ধরণীর বুকে সবাই যে মগ্ন
পাপিষ্ঠে অভিশপ্ত পৃথিবী গুণতে হবে বিপদ
অভিশপ্ত পৃথিবীতে অভিশপ্ত আমরা
অভিশপ্ত আমাদের জগৎময়
আর্তনাদে কাঁদিবে ধরণীর বুক
শুনিবে শোকে হায় হায়
দানবের বেশে ধরণীকে বার বার করেছে আঘাত
সৃষ্টির মাখলুকাত হয়েছে সবাই আজ বিপন্ন
মানবের কল্যাণে উন্মোচন হউক সব সৃষ্টি
না হয় জীবনের পরতে বিপদ যে আসন্ন।
অভিশপ্ত পৃথিবীতে অভিশপ্ত আমরা
অভিশপ্ত আমাদের জগৎময়
মানবের নীড়ে বিবেকের কাঠগড়া
মুক্তি যেন পায়।