নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

এ কবিতা তোমার জন্য নয় : মান্নুজা খাতুন

  


আজকের এ কবিতা তোমার  জন্য নয় প্রিয়,  ভয় পেও না 

তোমাকে অপরাধী করব না,  অভিশাপ  দেব না৷  


যেদিন প্রথম জেনেছিলাম তুমি আমাকে ভালবাসো

আমি নির্বাক হয়ে তোমার মুখের দিকে তাকিয়েছিলাম। 

যেদিন প্রথম আমার হাতটি তোমার মুঠোর মধ্যে বন্দি করেছিলে 

আমি পুলকিত  হয়েছিলাম, সাথে লজ্জাও পেয়েছিলাম  দ্বিগুন।  


আর আজ নির্বাক ভাবেই দুর থেকে তোমাকে দেখে আসছি 

কাছে যাবার সাহস নেই, নেই কোনো অধিকার

তবুও সম্মুখে এলেই সুযোগ  খুঁজি আঁড়াল হতে দেখার। 

সেদিনও দেখেছিলাম মঞ্চে হতে, ব্যস্ত ছিলে অনর্গল  কথোপকথনে।


আজকের এ কবিতা তোমার জন্য নয় প্রিয় , ভয় পেও না 

তোমাকে আর ভালোবাসার কথা বলব না,  

ভালোবাসার মায়ায় ক্ষণে ক্ষণে জড়াব না 

আমার সমস্ত স্বপ্ন আর আবেগ  বামপাশের পার্লামেন্টে  বন্দি রেখে 

তোমায় উড়িয়ে দেব  তুমি প্রান ছেড়ে বাঁচবে

 মুক্ত বিহঙ্গের  মতো  খোলা আকাশের  বুকে 


আজকের এ কবিতা তোমার জন্য নয় প্রিয়, ভয় পেও না 

কথা দিচ্ছি , তোমার কথা আর কাউকে বলব না,  

বলব না রাতের আঁধারে দাঁড়িয়ে থাকা  হোস্টেলের -

চারতলা বিল্ডিংয়ের সামনের সেই আকাশী বাড়িটিকেও

তুমি ভয় পেও না, তোমাকে ছোট করব না

বিন্দুমাত্র দোষ দেব না,  আমাকে স্বপ্ন দেখানোর জন্য অপরাধী করব না 

সবটাই আমার ভাগ্য বলে মেনে নেব 

ভাগ্যের কাছে হেরে গিয়ে ভালোবাসার স্মৃতি  আগলে বাকিটা পথ এগিয়ে যাব।  


আজকের কবিতা তোমার  জন্য  নয় প্রিয় 

আজকের কবিতা  আমার জন্যেও নয়

আজকের এ  কবিতা ভাঙাচোরা সেইসব মানুষদের জন্য 

যারা পেয়েও হারিয়েছে তাদের প্রিয়জনদের৷  



বিঃ দ্রঃ -- ৩ নং ও ৪ নং লাইন দুটো সংগৃহিত।   

আপনাদের উৎসাহ আমাকে আরো ভালো লিখতে শেখাবে

কোন মন্তব্য নেই: