বয়স আমার কেবল দশ
পঞ্চম শ্রেণীতে পড়ি
মায়ের চোখের সোনামনি ছিলাম
বাবার চোখের পরি ।
পুজোর এক অনুষ্ঠানের
প্রতিযোগিতায় দিতে গিয়েছিলাম যোগ
হটাৎ পথে দস্যু এসে
করলো আমায় ভোগ ।
ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি মাগো
কেউ শোনেনি কথা
রাক্ষসের ন্যায় গিলে খেয়েছে
পেয়েছি অনেক ব্যথা ।
জানি কোন ইনসাফ নেই
এই ভারতের বুকে
তুমি মা আর কেঁদোনা ওগো
আমি আছি সুখে ।
বুক চিতিয়ে ঘুরে ওরা
এই সমাজের মাঝে
ইনসাফ নেই এই ভারতে
মাগো যেওনা রাজার কাছে ।