নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

~~***একটা দুটো আড়াল ***~~

      ~~***একটা দুটো আড়াল ***~~

     ©সম্পূর্ণা চ্যাটার্জী


স্বভাবের অভিমানগুলো এমনই হয় বোধহয়
যখন জানলা চেয়ে পূবে,চোখে পশ্চিমের সন্ধ্যে ঘনায়
সেই শহরটাও যায় ভেসে মুঠোর আকাশ ভেঙে
বর্ষা ডোবে বুকে, ধুয়ে যায় ভাদ্র জলে গোলা রঙে

     প্রতিদিন কবিতা লিখছি, প্রতি মুহূর্তে মনের গভীরে অন্তর্দৃষ্টিতে ছুঁয়ে যাচ্ছি। প্রত্যেক শব্দ অক্ষরে দেশ-সমাজ-সময় গেঁথে গেছি| স্বাধীনতা, প্রতিবাদ অগণিত মানুষের চেনা অচেনা ছবি আমার খাতায়|  অথচ নিজেকেই চিনি না!কখন অনুভূতিগুলো ঝলসে গেছে নিজেও বুঝিনি! কেউ জানে না, ওই কবিতা গুলো মিথ্যে! হয়তো চেয়েছি অমন, কিন্তু আপোষ করে গেছি সর্বত্র! ওই যে দুর্গন্ধে ছুঁড়ে ফেলা অন্তর্বাস, ও জানে আসল আমির মধ্যে কতোটা ময়লা জমে! ওই রঙচটা ব্লাউজটা জানে আমার ভেতরের সব রঙ ধুয়ে গেছে ! রান্না ঘরের খালি কৌটোগুলো জানে কতোটা শূন্য আমি! অথচ কবিতা গুলোয় মুঠো রোদের গন্ধ! প্রত্যেকটা শব্দ রঙীন! প্রত্যেকটা লেখা ভাবনায় বোধে পূর্ণ!

এমন দিন গুলো কেমন যেন হয়
মনখারাপে দেয় হু হু হাওয়া, তুখোড় নীরবতায় কথারা সহ্যে সয়
হতাশ সব দিন গড়িয়ে পড়ে আঙুলের ফাঁক গলে
নির্বান্ধব চরাচর শুকনো,বিরামহীন স্রোতের  অন্তরালে

      ভুল গুলো বোধহয় এমনই হয়, যখন মনের অন্ধকার দালান জুড়ে লোডশেডিংয়ের রাত। খুব চেনা মানুষটা সামনে এসে দাঁড়াচ্ছে,হঠাৎ পুরনো দিনগুলো ফ্ল্যাশ বাল্বের আলোয়। নিজেকে ছাড়া দেখতে পাচ্ছিনা কাউকে! ছুঁতে চাইছি সবাইকে, তবু দূরে সরে যাচ্ছি ! ওহ! অসহ্য যন্ত্রণা নামে তখন! একটা করে দিন যাচ্ছে চলে, মৃত্যুর সাথে কমছে দূরত্ব, জীবনের সাথে বাড়ছে দূরত্ব ক্রমশঃ ! ভুলের মাশুলের সংখ্যা অগুন্তি, তবু হাসছি,তবু রোজ বলছি, "ভালো আছি"। ওরা বিশ্বাসও করছে!

তোমার শিয়রে ঘুম আর কিছু ইচ্ছেকথা
ল্যাম্পপোস্টের আলোয় জেগে অপেক্ষার ব্যথা
স্বপ্ন সমীচীন, নিরন্তর স্রোতে ভেসে তারা
আকাশ জানে রাত কেঁদেছিল কতোটা! জানতে পারেনি সেই গলি, তার পাড়া

     সেদিন এসেছিলে তুমি, সেই পুরনো চৌকাঠে! দরজা বন্ধ করেছিলাম সপাটে!  সঙ্গে সঙ্গে কতো যে অন্ধকার নেমেছিল পারোনি জানতে! সমস্ত পৃথিবীটা এক নিমেষে নিস্তব্ধ! থেমে গিয়েছিল বেঁচে থাকার লড়াইটা নিমেষে  ! জানতাম আরেকবার করছি আত্মহত্যা! তবু খুলিনি দরজা! অজস্র অভিমান তখন চিবুকের তলায় ভেঙেচুরে! তোমার চলে যাওয়া গুলোয় হাসি মুখে বিদায় জানিয়েছি।বলেছি, 'ভালো থেকো।' বলতে পারিনি, 'যেওনা ভীষণ কষ্ট পাবো আমি|' খুব সাধারণ মেয়েদের জন্ম বলে হয় না কিছু। জন্মান্তরের ইচ্ছে টুকু রয়ে যায়! হয়তো আবারো ফিরবো কোনো কবিতায়, তখনো চিনতে পারবে না তুমি....!

  আমার আকাশে চেয়ে দেখো, তোমার জন্মে মিশেছে

  মৃত্যুগুলো আলাদা, আমার বাঁচায় রেখেছি বাঁচিয়ে..

*****************************************

~~****আয়োজন***~~

       ~~****আয়োজন***~~
 
         রূপা রায়
দেশ ভাসছে বানের জলে
চোখ ভাসছে জলে
দামী সোনার গহনা দেখো
ঝুলছে মায়ের গলে,
থরে থরে সাজছে থালা
মায়ের ভোগ বলে!
ছেলের মুখ ক্ষুধায় কাতর
কাশ বনে ঢেউ তোলে।
জলের তোড়ে ভেসে গেছে ভুবনের ঘর, বুক দিয়ে তবু
আগলে রাখে ঢাক খানি  সে তার,
সন্ধ্যা রাতে হারিয়ে গেলো পুত্র পরিবার।
ত্রাণ এসেছে প্রাণ বেঁচেছে
মনে আগুন জ্বলে,
পেটের জ্বালায় ছুটছে সে আজ
প্রাণ বাঁচাবে বলে।
নগ্ন পায়ে শিশির ছুঁয়ে
ভোরের ট্রেন ধরে,
পৌঁছে যাবে শহরে সে
ঢাক কে সঙ্গী করে।
ষষ্ঠীতে যে মায়ের বোধন
মা আসছেন ঘরে-
হারিয়ে গেলেও প্রিয়মুখ
হাসবে সবাই ওরে।
মনের মাঝে গোপন ব্যথা
ঢাক কাঠিতে পড়ে,
পাষাণ হৃদয় হাসি মুখে
ঢাক বাজবে জোরে।
পুজো এলো পুজো এল
কর রে আয়োজন,
পরের শোকে কাতর হওয়ার
নেই তো প্রয়োজন।।

~~***জয়ী***~~

     ~~***জয়ী***~~

       সুস্মিতা কর্মকার

হারিয়ে যাওয়া মুহূর্তদের ফিরে পেতে চাওয়ার অনুভূতিতে ক্লান্ত শরীর ও সিক্ত চোখের উস্কানিরা  ঘিরে ধরেছে এক না পাওয়ার বেদনায় |
এক অদৃষ্ট হাহাকারে জড়িয়ে পড়তে থাকা মনের চাওনাদের ভিড়কে ঠেলে  ,কাছে পেয়েও সীমাকে লাঘব করার বেদনাতে সতেজ  প্রশ্বাস ও আজ স্তব্ধ |

তবু ও ছুটতেই হবে , নিজেকে গড়তেই হবে ,
এই দৃঢ়তার ই বিশ্বাসের জোড়ে   নতুন পথে ছুটে যেতেই হবে |

মনের মাঝে কাঁটাঘেরা পথ দীর্ণতাকে অতিক্রম করিয়ে দূরে আরো দূরে লক্ষ্য স্থির করতে ভুল  পথে হাঁটলেও , ক্ষণিকের পিছুটান দূরে সরিয়ে আত্মগরিমার অহংনাশে নিজেকে সফল পথে মিলাতেই হবে | এই বিশ্বাসের জোরেই পথে ছুটতেই হবে |

~*** মুখ ঢেকেছে বিবেক ***~

~*** মুখ ঢেকেছে বিবেক ***~

              ©  মনিকান্ত সর

মনুষ্যত্বের আড়ালে মুখ ঢেকেছে বিবেক,
মান আর হুঁশ -- আজ কেই বা কার পরিপূরক।
বিজ্ঞাপনের মোড়কে বিকৃতপ্রায় মানবিকতা,
দেওয়ালে পিঠ অথচ কানে শিকল ভাঙার গান ।

ভাঙা আরশীতে অভিমান জমে রোজ,
ট্র্যাফিকের ঘন জ্যামে, বয়ে যায় বিপন্ন জীবন,
আঙুলের ফাঁকে দিন আড়াল রাখি সূর্যকে,
ছায়া বড়ো হতে থাকে ক্রমশ, অস্তিত্বকে ঢেকে দিতে ।

ল্যাম্পপোস্টের আলোটাও নিভে-জ্বলে প্রতিদিন,
সন্ধ্যার আড়ালে জন্ম নেয় কত রক্তক্ষয়ী সংগ্রাম ।
কাঁচের দেওয়ালে রোজ লাগে, কান্নার জলছাপ,
অথচ শান্তির মিছিলে, মোমবাতি হাতে জমে ভীড় ।

রঙ্গমঞ্চে অল্প বিস্তর নাটক তো চলছেই,
বাতাস ছেয়ে গেছে পোড়া বারুদের গন্ধে,
ধ্বংসস্তুপের নীচে আজও জ্বলছে ছাইচাপা আগুন,
শুধু ইতিহাস কথা বলে, খোদিত পাথরের টানে ।।

~~***প্রত্যাশা***~~

      



 ~~***প্রত্যাশা***~~


          ©আহমেদ কায়েস

উচ্ছন্নে যাক
আমার সব কিছু,
তোমায় দেব
উজাড় করা প্রেম ।
হোক বিষণ্ন
আসন্ন সব কিছু,
আমায় দিও
ভালোবাসার হেম।

গ্রাফিক্যাল

      ~~****গ্রাফিক্যাল****~~


       ©জ্যোতির্ময় রায়


দূর্বা ঘাসের মাথায় শিশির জমে ,কিছু শাপলাও ফুটে
পদ্ম পুকুরে ।এ পথ এঁকে বেঁকে চলে গেছে সবুজ পেরিয়ে
তোমার দেশের বর্ডারের কাঁটা তার ধরে ।সাজ সাজ রবে
শহর ।আমার দেশে মৃত্যু শোকের মোমবাতি মিছিল ।।
রোজ ভাঙছে ঘর ।অনেক আপন তোমারও হয়েছে পর ।
কাটাকুটি খেলায় এক কদম এগিয়ে কিংবা পিছিয়ে ।
ক্ষত ।মেঘের আড়ালে আগুনে ঝলসানো চাঁদেও কলঙ্ক ।।
"আগার টুট গায়ে সিসে তো টুটনে দো ,পাহাড় হবেই দিল" ।।
মিথ্যের আসকারাতে জানি "দিল ভি বেকারার" ।
থাক ,অনেক হয়েছে নাটক ।"আমার আমি"
অবহেলার আশ্চার্য প্রদীপ।ভেঙ্গে ফেল খাঁচা এবার ।।