অক্ষর : অক্ষর বলতে আমরা বুঝি বর্ণমালা প্রতিটি বর্ণকে ।
অভিধান অনুযায়ী
অক্ষর বি.
1 বর্ণ,
letter (অক্ষরজ্ঞান);
2 যার ক্ষরণ নেই অর্থাত্ ব্রহ্ম, পরমাত্মা;
3 শিব;
4 বিষ্ণু;
5 আকাশ;
6 (ছন্দ.) একবারে উচ্চারণসাধ্য শব্দের ক্ষুদ্রতম অংশ,
syllable;
7 (বীজগ.) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ। ☐ বিণ. ক্ষরণহীন। [সং. ন+ √ ক্ষর্+অ]। ̃
.জীবী (বিন্), ̃
জীবক, ̃
জীবিক বি. লিপিকার, মুদ্রাকর, লেখক।
অক্ষর পরিচয় বি. বর্ণজ্ঞান; বিদ্যারম্ভ (চার বত্সর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়); সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)। ̃
বিন্যাস বি. বর্ণ সংস্হাপন, লিখনপ্রণালী। ̃
বৃত্ত বি. অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)। ̃
মালা বি. বর্ণমালা,
alphabet,
অক্ষরে অক্ষরে ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু।
এবার একটু অক্ষর নিয়ে ভাবা যাক :
এই যে আমরা রোজ লিখছি বা পড়ছি সেটা যেকোনো ভাষায়ই হোক না কেন প্রতিটি ভাষার একটা অক্ষর আছে ,আমরা বাংলা অক্ষর ও ইংরেজি অক্ষর জানি বুঝি লিখতে পারি ,কিন্ত চাইনিজ বা জাপানিজ অক্ষর বুঝতে পারি না পড়তেও পারি না ,তেমনি হায়ারোগ্লিফিকের বর্ণ বা অক্ষর গুলো আজও রিসার্চ করার বিষয় ,এই অক্ষর গুলো আসলে এক একটা ছবি যেমন "অ" এটাও একটা ছবি আমরা এটাকে "অ" উচ্চারণ করছি কিন্তুক যারা বাংলা জানে না পড়তে পারে না তাদের কাছে এটা একটা ছবি মাত্র ।
তাই বলা যায় কে অক্ষর আসলে ক্ষরণহীন ,একটি ছবি যার দ্বারা আমরা অনুভূতি ,ভাব প্রকাশকে একটা লিখিত রূপ দিতে পারি ।
অক্ষর শব্দ নিয়ে আজ যারা লিখলেন
"মানুষের চোখের সামনে ক্রমশ হারিয়ে যাচ্ছে অক্ষর!
'অ' টাই বেঁচে আছে মানুষেরই আগে, বাকি সব ক্ষর।"
- সুনন্দ মন্ডল
"অক্ষরের ঠোকাঠুকি তে জন্ম নিলেও নিতে পারে কাব্য
ভাবনার পোষাকে মিশে থাকে প্রবাদও ।।"
- অরূপ সরকার
"কথা ভুলে যাওয়া শ্রমিকের ফ্যাকাসে শব্দ ঠোঁটে-
বপন করলে অক্ষর-বীজ একদিন গল্প গাছ হয়ে ওঠে।"
- মেঘনা রায়
"অক্ষর : পরিচিত দেওয়াল লিপি ,
যতটুকু এই আমি,মৃত্যর আগে রোজ শিখি।"
- জ্যোতির্ময়
"অক্ষর সবসময় বুলি নয়
কখনো তা প্যারামিটারও হয়।
ঘটেছে কত ঘটনা অপ্রীতিকর
কথা শুনেনি বলে অক্ষরে অক্ষর।"
- জিয়াউর রহমান