নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বসন্ত দূত : মিঠুন কর্মকার



তুমি যে আমার স্বপ্নপরী
তুমি যে আমার অপ্সরা,
অবশেষে এসে হে প্রাণপ্রিয়ে
তুমি আজ দিয়েছো আমায় ধরা।

ওই হৃদয় হরণ করা মায়াবী চোখ
ওই মোহে ফেলে দেওয়া নিস্পাপ মুখ,
জানো কি প্রিয়ে আমায় যেন আজ
দিয়ে চলেছে এক অজানা মধুর সুখ।

ওই সুগন্ধে ভরা তোমার সুন্দর কেশ
ওই হৃদয় এলোমেলো করা অপ্সরীয় বেশ,
জানো কি প্রিয়ে, যেন বারবার মনে হয়
তুমিই আমার সেই আকাঙ্খিত স্বপ্নের দেশ।

হরিণের ন্যায় ওই চোখে তোমার
ইচ্ছে করে ডুবে থাকতে আমার,
হৃদয় সতেজ হয়ে ওঠে নতুন পথ পাই
যখন কর্ণে ভেসে আসে মধুর স্বর তোমার।

হাসিতে রয়েছে হাজারো মুক্তার তেজ
তোমার স্পর্শে ঘোচাতে পারি সহস্র ভেদ,
তুমি কি আমার জীবনসঙ্গীনী হবে প্রিয়ে?
দূরে সরিয়ে দিয়ে তোমার মিষ্টি মধুর জেদ।

ধ্যানস্থ হই : সুমিত মোদক




নদীর ওপারে থেকে ভাসতে ভাসতে এপারে ,
ঠিক তোমার কাছাকাছি ;
যেখানে তুমি ধ্যানস্থ হয়ে আছো
তোমার মধ্যে ;

সকালের আলো তখনও ফোটেনি ;
দিগন্ত রেখার ওপার থেকে
আলোর আভা এগিয়ে আসছে
তোমার দুচোখের কাছাকাছি ;
মেখে নিচ্ছো আলোর রেণু
প্রেম ;

আমি প্রেমিক হয়ে উঠছি একটু একটু করে ,
এই আলোর উৎসবে ;
ভুলে যাওয়া অতীতের দিন গুলো ফিরে আসে ,
ধরা দেয় ;
তাদেরকেও বসতেদি বুকের মধ্যে ;
মস্তিষ্কে এখন মহাজাগতিক সংসার খেলা করে ;
দেখি আরেক গ্রহের সৃষ্টি ;

তুমি দিয়েছো আমাকে প্রথম সকালের আলো ,
ধ্যানস্থ হওয়ার কৌশল  ;
আমি ধ্যানস্থ হই আমার মধ্যে ,
আমারদের উত্তর পুরুষে  ।।


-----

অভিমানী সুখ : রথীন পার্থ মন্ডল



এখনও গোধূলি রং আনে
বৃষ্টির পরে সোঁদা গন্ধ,
এখনও মাটির ভাঁড়ে গরম চুমুক
এখনও অভিমানী রাত গড়ে দ্বন্দ্ব
এখনও আলোর ভাঁজে আঁধারের সুখ
এখনও মন কেমনের ঘরে তোমার মুখ

         

পথজাল : অনিন্দ্য পাল


পথের শেষ হয় না কখনও
সব পথই অন্য পথে মেশে,
পরিশেষে
জুয়াড়ি জীবন তবু পথ খোঁজে
অসংখ্য ঐশ্বরিক জালে,
ভ্রষ্ট মন সব শেষে দেওয়ালে পিঠ রাখে
অন্য পথ তবু যদি মেলে!
নিজের কৌশলে মৃত্যু মহীয়ান
নির্বাক গোপন কাহার
শাখা প্রশাখা সব এক মোড়ে বাঁধন
পথ নেই, পথ আছে ...

শূন্যের ভিতরে শূন্য, অতল সাধন। 

বিষাক্ত মানুষ : জয়দেব বেরা



মানুষ আজ হারাচ্ছে তার মনুষত্ব,
মানুষ আজ হারাচ্ছে তার মান ও হুশ।
মানুষ ক্রমশ হয়ে উঠেছে আজ বিষাক্ত
মানুষ আজ মানুষ কেও খুন করতে ভয় পায় না।
মানুষ আজ মেতেছে রক্তের হোলি খেলায়,
মানুষ সর্বদাই করে চলেছে অন্যায় ও অত্যাচার।
কিন্তু করছে না কোন অন্যায়ের প্রতিবাদ।
তাই বলি মানুষ আজ হয়ে উঠেছে বিষাক্ত।

রিয়াজুল হক সাগরের ৩ টি কবিতা





১,
কবিতাঃ মনুষত্ব

আমি এসেছি এক মানুষ হয়ে এই জগৎ পানে
সত্যিকারের মানুষ হতে এসেছি আমি,
আজ হারিয়ে ফেলেছি তার মনুষত্ব ও বিবেক
তাকেই ভুলে আজ আমাদের চলার পথ।
হে মানব দেহ্ তোমাকেই বলছি
জেগে উঠ আমার বিবেকের দ্বার প্রান্তে,
তুমি একজন মহা-মানব তোমাকে
জাগতেই হবে আবার আমার বিবেক মাজারে।
আমি ভবের পুজারী নয় সৃষ্টির পুজারী,
তবে পাগল নেশায় ব্যস্ত এই ভবের সুখে
জাগ্রত হও হে মানব সমাজ এই ভবে।



2
হরিয়ে যাওয়া দিন

আমি ক্ষয়ে যাওয়া এক নাবিক মাত্র!
বয়সের ভারে নুয়ে পড়েছি রোগে আর শোকে,
সাধ জেগেছে নতুন করে বাচার স্বপ্ন দেখছি
আবার যদি ফিরে পাই হারিয়ে যাওয়া শৈশব।
এই তো সে দিনের পথ চলা আমার
পাঠশালার দিন কত মাঠে প্রান্তে ছুটে বেড়িয়েছি,
পুকুড়ে আর জলাসয়ে অনেক সাতঁরিয়েছি
জীবন যুদ্ধে হেরে যাওয়া আমি এক সৈনিক।
ছিলাম শিশু হলাম বালক তারপর বাবা
দাদু হয়ে এখন আমি আবার শিশুর ন্যায়,
সময় কাটেনা কারও উপরে ভরদিয়ে চলছি
অথচ এই সময় আমার ছিলো না এক সময়।
হে যুবক শুনে রেখ আসছে সময়
হারিয়ে যাবে দিন ফুরিয়ে যাবে কথা,
চলার পথ চিরোতরে হারিয়ে যাবে
ফিরে আসবেনা সুদিন।
ক্ল্যান্ত আমি রক্তে মাংসে এখন শক্তি নাই
আগামির জন্য আমি রেখে যেতে চাই,
সু দিনের পথ চলার সঙ্গি হয়ে থাক
আমার আগামির প্রজম্ম থেকে প্রজ্ম্ম।





হেমন্তের  বাশিওলা

মাঠে প্রান্তে ভরে গিয়েছে সোনালী ফসলে,
ধান কাটায় ব্যস্ত কৃষক দিন মজুর
নবান্নের উৎসবে গ্রাম বাংলার বধুরা,
পিঠা পুলির আয়োজন।
চারিদিকে কুয়াশার চাদরে ঢাকা পরেছে
আমাদের গ্রাম দুর থেকে মনে হয়,
কোথায় যেন হারিয়ে গেলাম আমি
কোন এক অজানা পথে।
শিশির ভেজা মুক্তো দানায় পুরো মাঠ
যেন মুক্তো দানায় শিক্তো বিন্দু কণা,
এযে এক নতুন দিনের আলোয় ভরা
সবুজ শ্যামল বাংলা আমার।
এই আমার গ্রামের নিত্য দিনের
হেমন্তের বাশিওলার প্রতি নিওতো,
এই বাংলায় বার বার ফিরে আসে
বছর ফিরে বাংলার ঘরে ঘরে।