নোটিশ বোর্ড
।।ভালোবাসি।। আশীষ মাহাত
তোমাকেই ভালোবাসি "সু" কিন্তু তোমাকে ভালোবাসি না
আশীষ
এই কয়েকদিন আমার চোখে শুধু তুমি আর তুমি সাঁতার কেটে যাচ্ছো "সু"
আমি সাঁতার জানি না বলেই সমুদ্রে ভাসার ইচ্ছেটা প্রবল
হয়তো মন খারাপের নৌকা ভাসতে ভাসতে একদিন তলিয়ে যাবে
তুমি ১১ টা দিনের মেকি শোকের বরখা পরে রবে
তারপর পথে হেঁটে যেতে যেতে পায়ের ছাপ
যেভাবে ভুল যাও
ভ্রু কুঁচকে আকাশের দিকে দেখবে মেঘ করেছে
ধীরে ধীরে বৃষ্টিতে ভিজে আমাকে ভুলে যাচ্ছো
।।বেখেয়ালী স্বপ্নরা! ।।শিবানী বাগচী
,
কোন এক হেমন্তের অলস বিকেলে রঙচটা বেখায়ালী স্বপ্নগুলোকে টাঙিয়ে রেখেছিলাম দেওয়ালে পেরেক ঠুকে!
নৈঃশব্দে সুরসুরি দেওয়া তোর আলতো ছুঁয়ে যাওয়ায়,ওরা গোপন কামনায় নিবিড় হতে চায়;আজ তাই অকারনে আমার মৌনতাকে সম্মতি জানাই!
তোর মাথায় বিলিকাটা রাত আজও একি ভাবে খেলা করে আমার আঙুলের ডগায়;আমার মন জমুনায় নামে জোয়ার;উথাল পাথাল আছড়ে পরে আমার বুকে!
বুভুক্ষ লাঙলের ফলায় লাগে পলি মাটির সোঁদা সুবাস;বন মহুয়ার নেশায় গোধুলির রক্তিম আবেশে ওরা ডানা ঝাপটায়;খেলে রঙিন স্বপ্নের কাটাকুটি।
।।ফাঁকা হাড়ীর ধর্ম ।।রবি মল্লিক
রাস্তা মেপে এগিয়ে যায় চেনা রোদ্দুর,
জগা অবাক চোখে প্রত্যক্ষ করে বর্তমান,
ইতিহাস মাথা চারা দেয় বারংবার ,
রাতারাতি বদলে যায় পোষাকের রং,
শরীর আর চরিত্র সর্বদা ধ্রুবক ,
খাঁচায় বন্দী পাখিরা সুর বদলে গান ধরে ,
নতুনের আদেশে কেদারায় বসে নখহীন বাঘ,
চাওয়া পাওয়া উপেক্ষিত থেকে যায়,
পেট কেটে গড়ে ওঠে মূর্তি ও দেবালয়,
যোগ্যতা ঝলসায় গরম তেলের কড়াইয়ে,
খালি পেট বলে যায় ব্যর্থতার সংলাপ,
ধর্ম আজও শেখেনি ফাঁকা হাড়ী ভরতে৷
জগা অবাক চোখে প্রত্যক্ষ করে বর্তমান,
ইতিহাস মাথা চারা দেয় বারংবার ,
রাতারাতি বদলে যায় পোষাকের রং,
শরীর আর চরিত্র সর্বদা ধ্রুবক ,
খাঁচায় বন্দী পাখিরা সুর বদলে গান ধরে ,
নতুনের আদেশে কেদারায় বসে নখহীন বাঘ,
চাওয়া পাওয়া উপেক্ষিত থেকে যায়,
পেট কেটে গড়ে ওঠে মূর্তি ও দেবালয়,
যোগ্যতা ঝলসায় গরম তেলের কড়াইয়ে,
খালি পেট বলে যায় ব্যর্থতার সংলাপ,
ধর্ম আজও শেখেনি ফাঁকা হাড়ী ভরতে৷
।।মুখোমুখি তুমি।। আমিনুল ইসলাম
বসে আছি মুখোমুখি, মানে মুখে মুখ রেখে চুমুর অন্তরঙ্গতা নয়
সামনাসামনি কিছু বোঝাপড়া বুঝে নিতে আয়নায়।
তুমি লেলীহান জ্বলছো সলতের সংস্পর্শে -
আলোহীন খাঁচার ভিতর পাখি সেজে কতোদিন একা থাকা যায়?
একা হতে হতে তলানিতে ঠেকে একাকিত্বে নিখোঁজ হওয়ার অমোঘ আকর্ষণে পর্দার হারিয়ে যাওয়া, শব্দগুলিকে ভেঙে বিকলাঙ্গ করে তোলার নিরবিচ্ছিন্ন তুমুল প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় সত্য-মিথ্যা
সতী-সাবিত্রী কথায় বালিশ ভেজেনা কখনো, ভিজে যায় চোখের চালচিত্র
মেজেন্টা রং ক্ষয়ে যাবে বলে আদ্রতা ধরে রাখে উদ্ভিদ
চাঁদের চর্যাপদে চাষযোগ্য ভুমি না থাকায় কৃষি কাজ নিয়ে কোনো চাঁদের আলোর মাথা ব্যাথা নেই
সুতরাং একা হয়ে পড়ছো ক্রমশঃ বহুত্বের অন্ধকারে -
দলিত ফুটপাতে আঁকা থাকে রাতের প্রজাপতি।।
সামনাসামনি কিছু বোঝাপড়া বুঝে নিতে আয়নায়।
তুমি লেলীহান জ্বলছো সলতের সংস্পর্শে -
আলোহীন খাঁচার ভিতর পাখি সেজে কতোদিন একা থাকা যায়?
একা হতে হতে তলানিতে ঠেকে একাকিত্বে নিখোঁজ হওয়ার অমোঘ আকর্ষণে পর্দার হারিয়ে যাওয়া, শব্দগুলিকে ভেঙে বিকলাঙ্গ করে তোলার নিরবিচ্ছিন্ন তুমুল প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় সত্য-মিথ্যা
সতী-সাবিত্রী কথায় বালিশ ভেজেনা কখনো, ভিজে যায় চোখের চালচিত্র
মেজেন্টা রং ক্ষয়ে যাবে বলে আদ্রতা ধরে রাখে উদ্ভিদ
চাঁদের চর্যাপদে চাষযোগ্য ভুমি না থাকায় কৃষি কাজ নিয়ে কোনো চাঁদের আলোর মাথা ব্যাথা নেই
সুতরাং একা হয়ে পড়ছো ক্রমশঃ বহুত্বের অন্ধকারে -
দলিত ফুটপাতে আঁকা থাকে রাতের প্রজাপতি।।
শাহীন রায়হানের গুচ্ছ কবিতা
মায়াবিনী
তোমার ভালোবাসার অগ্নি বারুদে কাঠ কয়লার মতো পুড়ে পুড়ে
জীবন ককপিটে জীবন্ত লাশ নৈঃশব্দ রাতে
নিমগ্নতায় ঘুরে বেড়াই বিধ্বস্ত গণকবরে।
.
এখন আমার জীবন পার্কে শুধু লাশের আনাগোনা
সামনে পেছনে ডানে বামে হোটেলে মোটেলে চেয়ারে বেঞ্চিতে
নাম না জানা বিচিত্র কতশত লাশ।
.
প্রতিটি স্নিগ্ধ সকাল ক্লান্ত দুপুর পড়ন্ত বিকেল ঝিঁঝিঁ ডাকা প্রতিটি ভয়ার্ত রাতে
ওদের সাথে পুরনো দিনের ধুলো ভরা মলিন মলাটের প্রেম বিরাগী বাউল জীবনের-
অদ্ভুত গল্প করে দিন কেটে যায়।
.
তোমার পড়িয়ে দেওয়া সাদা কাফনটা আজও খুব চকচকে
নাকে সুড়সুড়ি দিয়ে সুবাসিত আতর গোলাপ
এখনও স্পন্দিত করে আমাকে।
.
আমি অবাক বিস্ময়ে শ্রদ্ধাঞ্জলির ফুলগুলো দেখে দেখে
নদীর মতো প্রবহমান তোমার পৃথিবীসম প্রাপ্তিকে ভাবি।
.
মায়াবিনী প্রিয়তম জীবন পুষ্পিতা কি দাওনি তুমি,
স্বার্থপর অবুঝ কুলাঙ্গার ভবঘুরে এ আমাকে
অবহেলা ঘৃণা নির্যাতন নিন্দা নিষ্ঠুরতা নিজ হাতে গ্লানিমাখা মৃত্যু সব, সবই তো দিয়েছো।
.
আমি তো কিছুই দেই নি তোমাকে-
শুধু দিয়েছি ভালোবাসাময় পিঁপড়া জীবনের-
যৎসামান্য মৃত্যু।
তৃষ্ণার্ত দুটি চোখ
তোমাকে দেখবে বলে আমার পরিশ্রান্ত ফোয়ারার মতো দুটি চোখ
নিঝুম রাতের নির্লিপ্ত অন্ধকার পেরিয়ে অস্ফুট কাব্য ব্যঞ্জনায়
সবুজ পাতার প্রাণ নিয়ে আহত চাঁদের মতো
একাকী জেগে উঠতো-
বিরহী ঘুঘু ডাকা ফাল্গুনী রূপালী সন্ধ্যায়-
.
বিজন দ্বীপের সবুজ গাঁয়ে হেঁটে যাওয়া প্রতিটি নিথর বিকেলে-
তুমিই ছিলে আমার শার্সী কাঁপানো খোলা জানালায় নীরব ইচ্ছে পাখির ডানা।
.
তখন অঝোর বর্ষায় জেগে ওঠা পরিপূর্ণ স্নিগ্ধ নদী
উতলানো সমুদ্রের মতো আছড়ে পড়তো
তোমার ভেজানো সৈকতে।
..
হেয়ালি তুমি সময় চেয়ারে খুলে দিলে নীল সমুদ্র বাঁধন
আত্নমগ্ন নগ্ন মহাকাল পেরিয়ে তোমার অনন্ত যৌবন রেখায়
নিষিদ্ধ দিকভ্রান্ত পর্যটক হতো আমার তৃষ্ণার্ত মলিন দুটি চোখ-
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)