নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

তুই ছুঁয়ে দিলে : রুনা দত্ত



তুই ছুঁয়ে দিলে...
একবার কেন বারবার
ফিনিক্স হতে পারি॥ 

তুই ছুঁয়ে দিলে
নদীর মতো মোহনায়
মিশে যেতে পারি ॥

তুই ছুঁয়ে দিলে
ঝড়ের মতো
বৃষ্টিকে ছুঁয়ে দিতে পারি ॥

তুই ছুঁয়ে দিলে
ঠোঁটে উপর ঠোঁট রেখে
এক লহমায় হারিয়ে যেতে পারি ॥

তুই ছুঁয়ে দিলে বারবার
আমার আমিকে তোকে
দিয়েও দিতে যে পারি ॥


কে আদিম : আমিনুল ইসলাম



সূর্য দেব টারানিসের সংস্পর্শে একটি মিসলটো ফুল ফুটলে
মিররের কান্নায় গড়িয়ে যায় মোম
মোমবাতি ও যীশুর যোগসূত্র স্থাপনে আগ্রহী কেল্টিক সভ্যতার ফ্লাইওভারে হেঁটে যাচ্ছে এক আদিম সাম্যবাদ
যতদুর সম্ভব ফুল স্ত্রীলিঙ্গ নির্ধারণ করলে, তথাপি
সাম্যবাদের আদ্যপ্রান্ত জড়িয়ে আছে লিঙ্গ ভেদের বিচ্ছুরণ
সমস্ত আপডেট বিচ্ছুরণ সংগঠনের মালিক সূর্য দেব হলেও 
টারানিসের জন্মক্ষণে একটি মিসলটোর তথ্য মিললে
প্রতিটি গীর্জা সেজে ওঠে সাদা ফুলে-

সমুদ্রে রেখেছি সময় : অনিন্দ্য পাল


সমুদ্র নিয়েছিল একপাটি নকল চটি
আমার তখন ছায়ার দেশে বাস
সেখানে বাতাস প্রবেশ নিষেধ
বচ্ছরভর আমার মলমাস

একপায়ে জুতো, অন্য পায়ে বালি
সমুদ্রে চেয়ে অনেক লোনা অক্ষিজল
কোথাও কেউ কান পেতে নেই শোনার
নিজের কথা নিজেকেই শুধু বলি

আমার শুন্যতা ভরা ছিল প্রতিবেশী
তাদের তখন থৈ থৈ প্রেমবেলা
আমার মুখে সন্ধ্যা বেলার হাসি
মনজুড়ে ঝোপঝাড়,
নিজের সঙ্গে আমার লুকোচুরি খেলা

দু একটা চোখ তবুও চিবুকে বুকে
করতলে রহস্য মাখিয়ে যেত
আমার এক পায়ে তখন নকল চটি
এগোলে হয়তো সমুদ্র পিছিয়ে যেত ...

জীবাশ্মবিন্যাস; অভিজিৎ দাসকর্মকার


পাতার জীবাশ্মবিন্যাসে সন্ন্যাসী চাঁদ চর্যাপদ পড়ে
তার নিরক্ষর জ্যোৎস্না আঁচড় কাটে পত্রফলকের জালকশিরায়
নিম্বাস মেঘের ধূসর ছায়াতলায় দাঁড়াই
নাকি
রুদালির বুক ফাঁকা মরীচিকা?
তুলসী গাছের নাকে তুলোর ভূগোল।

চোখের ড্রপে অ্যাকোরিয়ামের জল
গলার ভিতর টেট্রা গ্রুপের মাছ
ছটফট করে ঘুমের ঘোরে
রাতের রাস্তায় হতভম্ব অন্ধকার হ্যালোজেন কুড়াচ্ছে-

এগিয়ে দেওয়া ধমনীতে
এককোষি প্রাণীর জারণ-বিজারণ
মৌলিক সম্পর্কটি আজও মেরুদণ্ডহীন
মন্দারমণি লেখে আজলার জলে।

সকালের জন্য : সুমিত মোদক




তোমায় কথা মনে পড়লেই নিজেকেই দেখি ;
দেখি চেনাজানা মানুষ গুলো
প্রতিদিন-ই কেমন যেন বদলে যাচ্ছে ;
বদলে যাচ্ছে সমাজ , সভ্যতা , সম্পর্ক গুলো ;
জন্ম নিতে থাকে না-মানুষের সংলাপ ;
চারিদিকে গুমোট-অন্ধকার ;
#
সেই কবে তুমি বলেছিলে একটা সকাল নিয়ে আসবে ;
সে জন্য বসে আছি আজও ;
বসে থাকতে পারি তোমার জন্য ,
একটা সকালের জন্য ...
#
মাঝে মধ্যেই মনে হয় , আমি কি বদলে যাচ্ছি !
বদলে যাচ্ছে আমার ভিতরের আমি !
এতো দিন ধরে যে গুলো আঁকলে রেখে রেখে ছিলাম
সে গুলো আমার নয়  ;
হয়তো অন্য কারোর !
#
জীবনের শেষ অঙ্ক হয়ে এলে
তোমার কথা খুবই মনে পড়ে ;
মনে পড়ছেও ....



বন্ধু তুই : মান্নুজা খাতুন


মেঠোপথের আলবেয়ে
চলতে শেখার অন্য এক নাম
বন্ধু তুই ;
আমার প্রতিদিনের অভ্যাস
 গলির মোড়ে ধোয়াওঠা কফি কিংবা
 ফুচকার স্টলে দাঁড়ানোর অন্য এক নাম
 বন্ধু তুই ;
 প্রতিদিন একই পথের যাত্রী
প্রিয় রঙের জামা
হালকা সাজগোজ
এসব কিছুর অন্য এক নাম
বন্ধু তুই ;
বিকেলের খোলা আকাশ
মুক্ত বাতাস,  ভরা গঙ্গায়
গোড়ালি  ডুবিয়ে বসে থাকা
কামরাঙা মেঘ দেখে
রুপকথা বানানো
এসব কিছুর অন্য নাম
বন্ধু তুই ;