সারাটা রাত ধরে যে ফুল মেলে দিয়েছে পাপড়ি
সুঘ্রাণ ,
সকালবেলা তাকে কি ঝরে যেতে দিতে পারি !
সদ্য যুবতী প্রেয়সীকে বলে রেখেছি
ওড়না বিছিয়ে রাখতে ;
#
আজকাল নদীয়ার পথে পথে হাঁটলেও
ভিতরে ভিতরে চৈতন্য জাগে না ;
জাগে না বৈষ্ণব পদাবলি ...
#
তোমারও তো আসার কথা ছিল
কিছু রাগিনী সঙ্গে নিয়ে সেই মেঠো পথ ধরে
মায়ের নিকানো উঠানে ;
#
কেন জানি না , এখন আর সূর্য প্রণামের সময় পাই না ;
মেলে দিতে পারি না ইচ্ছা-ডানা
প্রজাপতি-রঙ ;
#
অথচ , চারিদিকে সকালের আলো , ফুলের সুঘ্রাণ ,
বৈষ্ণব পদাবলি , নিকানো উঠান , প্রজাপতি-রঙ ...
#
হয়তো , আমি আর আগের মতো , তোমার মতো ,
সহজ সরল নেই ।