নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বিরোধী শুন্যতাতে বঞ্চিতরা এখনও কাঁদে : শুভম চক্রবর্ত্তী


হস্ত ভাঙা আজ প্রভাতে

ঝান্ডা তো কোন দূর,

গনতন্ত্রের বিলুপ্তিতে

অশিক্ষা ভরপুর।


আমরা নেতা, আমরা রাজা

ব‍্যালট ভেঙে পায়রা সাজা।

আমরা প্রধান আমরা প্রথম,

প্রতিযোগীদের নেই প্রয়োজন।

আমরা একাই একশ হাঁকিয়ে দেবো,

নিলাম হাতুড়ি গুঁড়িয়ে দেবো,

হাতে বাটি ধরিয়ে দিয়ে

বলব শান্তিপুর।

গনতন্ত্রের বিলুপ্তিতে

একনায়কতন্ত্রতা মজবুর।


বিপ্লববাদ আগুন জ্বালাও,

রক্ত ফুটুক টকবকে।

ভাঙা হাতই সঙ্গী থাকুক,

বিপ্লব দেখো রক্ততে।


শুরু হোক বিরোধীতা

অন‍্যয়ের প্রতিবাদে,

চেয়ে দেখো সকল স্থানে

বঞ্চিতরা এখনো কাঁদে।।

ভারত :- মিঠুন কর্মকার


আমি ভারত-
আমি ভারতবাসি,
যে হাতে আমি ঈশ্বরের প্রার্থনা করি
সে হাতে আবার আল্লাহকেউ ডাকি।
গির্জাতে গিয়ে প্রার্থনা করি,
আবার বুদ্ধের নীতিতে ধ্যানমগ্নও থাকি।
আমি ভারত-
আমি ভারতবাসি।

মোদের রক্ষার্থে কত বীর সৈনিক
প্রাণ বিসর্জন দেয় নিয়ে মুখে হাসি,
জাতপাতের উর্ধ্বে উঠে গিয়ে তারা
দেশ রক্ষার্থে পায় খুশি এক রাশি।
আমি ভারত-
আমি ভারতবাসি ।

যতই করি না কেন কোন্দল
দেশের কথায় যে মোরা একদল,
কতই না এল গজনী ইংরেজ রাশি রাশি
ভারত বীরেরাই উড়িয়েছে তাদের ঘাঁটি ।
আমি ভারত-
আমি ভারতবাসি ।

কত না বেশ রয়েছে মোদের
কতই না রয়েছে খাদ্যরাশি,
সবাই সবার কথা বুঝি মোরা
যতই বা থাকি ভিন্ন ভাষাভাষী ।
আমি ভারত-
আমি ভারতবাসি,
ভারত কে আমি ভালোবাসি ।

ফিরে আসে ঘরে :- সুমিত মোদক




মেয়েটি ফিরে এসেছে ঘরে ;
#
কদিন ধরে মেঘ জমে ছিল আকাশের বুকে ;
অথচ , বৃষ্টির দেখা নেই  ;
মেয়েটা ফিরে আসতে ঝমঝম করে শুরু হল  শ্রাবণের বৃষ্টি ;
#
পাড়া-গাঁর বর্ষার গান বেঁধে নেয়
উদাস বাউল ;
সেধে নেয় লালন ফকিরের গান ...
নদীর বুকেও ভাটিয়ালি সুর জেগে উঠে
মেয়েটি ফিরে এলে  ;
#
বাদাবনের কাদাজলে জমে থাকে অনেক দুঃখ-যন্ত্রণা-অভিমান---
খাঁড়ি পথে জীবন মৃত্যুর লুকোচুরি খেলা  ;
মেয়েটি বাঁচার জন্য শ্বাসমূল আঁকড়ে ধরে ;
মণি নদী পাড় ভেঙে , জন্ম দেয় দ্বীপ ;
#
মেয়েটি ফিরে এসেছে ঘরে ;
#
আবার সে নেমে পড়বে জলে মিন ধরতে ;
এ শ্রাবণের সকালবেলায় ...
#
মেয়েরা ফিরে আসে ঘরে ।।

রঙ :- কৌশিক গাঙ্গুলি


এখন সবাই শান্তিতে থাকেনা
বুকে আগুন চেপে মুখে মুখোশ আঁটে ,
তাই কষ্টের রঙ বেগুনী আর দুঃখের রঙ ধূসর ...
শান্তি এখন হারিয়ে গেছে বহুদূরে ,
মানুষ ভালবাসতে ভুলে গেছে
মনে ইর্ষা চেপে মুখেতে হাসি সাটে , তাই
প্রেমের রঙ হলুদ আর যৌনতার রঙ লাল ।

অসময়ে : অনিন্দ্য পাল


সেই তারিখটা মুছে দিয়েছি ডেট ক্যালেন্ডার থেকে যদিও শুণ্যতারও ভাষা আছে জানি, অস্তিত্বহীনতা
কথা বলে নিজের মত করে, তবু 'কিছু নেই ' থেকে ভেসে আসে 'না ', আমিও তাকে মুঠো করে লুকিয়ে ফেলতে চাই, ভুলে যাই হারিয়ে যাওয়ার ও নিজস্ব অঙ্ক থাকে ...

চুল্লির ও খিদে থাকে দুর্ভাগা কয়েদির মত।

উল্লাস :- অভিজিৎ দাস কর্মকার



এখনো নামেনি বৈশাখি,
গ্রহান্তর ছেড়ে-
নিম্বাস একটি মেঘেরই নাম
অঙ্গপ্রত্যঙ্গে ঝাপাটায় অশ্বশক্তির দলিল
কল্পনাপ্রবণ সন্ধ্যেগুলোয় পিঠ চাপড়েছিলো
বিজ্ঞাপন আর চোখ
বিভাসরাগে জ্বালিয়েছি ইশারার মোমবাতি সমাধির নীচে ঐতিহাসিক মালিকানায়
রাত বদলে যাচ্ছে স্বেচ্ছাচারীতায়
মাননীয়,
আমি টাল খাচ্ছি
হৃদপিণ্ডে উভচরী শব্দের শিলাবৃষ্টি
আলটপকাই উপত্যাকার সাথে শুয়ে পড়েছি-
এবং
অসাধারন ব্যক্তিত্বে বায়োমেট্রিক ছাপ
বিকেলবেলা বাড়ালো মান্দাক্রান্তা ছন্দটি
আমারা মনের হসপিটাল সেই
নিকুঞ্জতলার কালো লক্ লকে মেয়েটি
যার যৌনতা গাছের ছায়া আর
গন্ধ হয়ে মিশে গেছে সপ্তাহের শেষে
আমি এখন বৃদ্ধ
কোমর অব্দি ব্যাথাটা নিয়ে
চিল্কায় দাঁড়িয়ে ঢেউ ফেরা দেখি মহেঞ্জোদরো আর ঈশ্বরের দিব্যি লেখা
একটি ঔঁ আর
কিছু কিটসের রোমান্টিকতার উল্লাসে... **