নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অন্তর কালা .... আহাম্মেদ হৃদয়



ধর্ষিতা নও তুমি,
ধর্ষক বটে
এই পৃথিবীতে এইসব,
হাজারো দূর্লভ ঘটনা ঘটে।

দেহ পোড়ানো জ্বালা
ভুলিতে পারেনা তারা।
যে জ্বালিয়ে মারে তাকে
সে তো বোঝেনা তাহার কষ্টটাকে।
সে মোহে অন্ধ হয়ে জ্বালায় তাকে।

নিজের দেহ হয় দখল
অন্তর হয় কালা
এই সব ঘটনা ঘটে
মধ্য রাএীবেলা।

বিবেক শুন্য প্রতারক তুমি
ক্ষমা পাবিনা আর
তদের জন্য আসছে একদল
সুশীল ছাত্র সমাজ।

অন্যায় দেখলেই প্রতিবাদ করে
পিছু পা হাঁটেনা তারা
ন্যায়ের পক্ষে জন্ম তাদের
অন্যায় দেখলে জ্বলে ওঠে তারা।

জীবন তরী" কলমে - রাসমণি সাহা দেবনাথ



নিদ্রাহীন আঁখি,
নিশাচর পাখি...
মুখোমুখি একাকী।

রাত জাগা ভোর,
আলগা প্রেমের ডোর...
ভাঙছে বিশ্বাসের জোর।।

অবিশ্বাসের চোরা বালি,
গহীনমনে বাড়ছে খালি...
শূণ্য ক্রমে জীবনপদ্মের ডালি।

জীবন বড্ড আপেক্ষিক,
সংজ্ঞা গুলো নৈমিত্তিক...
কেবল উদাহরণ সহস্রাধিক।

বাঁচার মতো বাঁচতে হলে,
মনের ক্ষত ঢাকতে হলে...
জীবনতরী ভাসাতে হবে উজান গাঙে।।

~~~~~~~~~~~~~

গানের সাঁকো.. সৈকত ঘোষাল

"গানের সাঁকো"
হঠাৎ ঝ'রে যাওয়া ফুলের মতন
ঝ'রে পরে সন্ধে,
সিঁদুর রঙের মেঘকে সাক্ষী রেখে
সাঙ্গ হয়,টবে লাগানো ফুলগাছ গুলির স্নান।
'গীতবিতান' এর দুপাশে
চোখে জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে দুজন,
যাদের মধ্যে ক্ষুদ্র যোগাযোগের
সেতু গ’ড়ে দেয় অসংখ্য গানের স্বরলিপি।।


দৃশ্যসংলাপ... কল্যানী



চেনা গন্ধের বীজে প্রকান্ড গাছের সংকেত খুঁজি এখোনো।
নীলচোখের দম্পতি যারা....
তাদের শাখাজুড়ে চেনা চেনা ফুলেদের আঁশ।
মাটির তলায় রোজ শিকড় ছড়ায়।
আর্দ্র শপথে তাই দৃশ্যেরা সারিদিয়ে আছে।
হলুদপাতা বিছানো পথ আর রোদেলাচাদর
 খামখেয়ালী হাওয়ায় উষ্ণতার ভ্রম।

একমুখ আলোনিয়ে এখোনো সেখানেই
আলোচুরির দায় নিয়ে দাঁড়িয়েছো...
যে আলোতে পুড়বো না আমি।

প্রেমস্নাত বিকেল..... রুদ্র সুশান্ত



কতো ভালো বাসলাম তোমায় কেমন করে বলি?
সবুজে সবুজে সবুজপত্র বিলিয়ে দিয়ে জানাবো- আমিও এসেছিলাম শিশিরের কোলাহল ছুঁয়ে।

কিরণে উধাও হলো শিশিরজল,  আমার দিকজুড়ে তখনো শিশিরস্নাত বর্ষা, তুমি এলেনা, বসলেনা, বাসলে না ভালো। উন্মুক্ত আহ্বানে ডাকলে না এই শিশিরধৌত সকালকে।

তবুও শিশিরবিন্দু কথা রেখেছে, সূর্যোদয়ে মিলিয়ে গেলো, ভোর পেরিয়ে সকাল, তারপর দুপুর হলো। ভালোবাসার একটি বাক্যও বিনিময় হয়নি আমাদের। 

এতো ভালোবাসা নিয়ে আজো অপেক্ষমান আছি, পথিক পথ পেরুলেই হয়তো তোমাকে পেয়ে যাবো, হে প্রিয় বিকেল। 

তোমার ভালোবাসায় আমার আড়মড়া ভাঙবে, এ প্রত্যাশায় রোজ তোমার অপেক্ষায় থাকি।
বিকেল আসবে, আমিও ভালোবাসার কথা জানিয়ে দিবো।

রক্ত আমার মৃত্যমুখী কবি- সাম্যব্রত রায়



রক্ত আমার মৃত্যমুখী তোমার ক্লাসেই দিচ্ছে ফাঁকি
দিনের শেষে বৃষ্টি হলেই মনখারাপ!

সঙ্গী আমার চোখের জল, হাতরে হারাই জলের তল
কোন এককে মাপবে তুমি প্রেমের মাপ!

তিনটে পাখির ছোট্ট দল, আবার হব বন্ধু চল
আমাদের ওই দুরত্বটা কয়েকহাত!

রাতের পরে ছাইয়ের স্তূপ, কান্না শেষে সবাই চুপ।
 আমিও জানি, তুমিও জানো
 প্রেম নিছকই রক্তপাত।