মেঘলা বিকেলে বসে আছি,
তুমি আসবে বলে।
সময় আমার পার হয়না
তুমি পাশে নেই বলে।
নদীর কিনারায় দাড়িয়ে দেখি
মাঝি নাই ওপারে।
কষ্ট হলেও বসে আছি
তুমি আসবে বলে।
হাজারো মানুষের আনাগোনা
তোমার দেখা নাই,
বিশ্বাস ছিলো আসবে তুমি
অপেক্ষা করে যাই।
বৃষ্টি আকাশে মেঘ ডাকছে,
তবু যাইনি সরে।
চিঠি দিয়েছিলে আসবে তুমি
কদম গাছের তলে।
দুপুর কেটে সন্ধা হলো
তোমার দেখা নাই।
অপেক্ষা আমার শেষ হয়েছে
বাড়ি ফিরে যাই।
বাড়ি ফিরে অপেক্ষায় ছিলাম
একটি চিঠি দিবো।
তুমি বোধহয় ভালো নাই,
সে খবরটি নিবো।