নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অঝোর প্রেমের কালবৈশাখী ...... অনুরাধা কৃষ্ণকলি বন্দ্যোপাধ্যায়



সাজানো অর্কিড মাখছে  আদর, অমিল মেঘেরা  বুনছে বেসামাল প্রহর। ভাসানো নিরুদ্দেশের ভেলা কোথায় তোমার অচীনপুরের বাসা?আজ অনশন বসা নীলচে বিকেল আঁকছে বুকে নরম কোনো সন্ধ্যা চাদর;
ক্লান্ত  তোমার কথা ভেবে! তোমার নেশায় রাত্রি জাগে, নামে অঝোর প্রেমের কাল বৈশাখী, তারা রাও স্বাক্ষী থাকে মুন্সীয়ানার মিলন দেখে; তাও প্রিয় তোমার কথা ভেবে!
তোমার যত্ন ভালোবাসা অলস ব্যস্ত সকাল খোঁজে। শিশির ভেজা হাজার প্রজাপতি ব্যস্ত রঙের দোলায় ওড়ে,
মনের সঠিক স্বপ্ন খুঁজে
বাঁচতে শেখায় প্রেমের মানে।

লাল রঙের স্বপ্ন... আহাম্মেদ হৃদয়



কোন এক মেঘলা দিনে,শনশন বাতাসের মাঝে,
লাল শাড়ি পড়ে অপেক্ষা ছিলো কোনো এক মেয়ে।
লাল শাড়িতে সাজবে বলে,
কথা ছিলো লাল খামের চিরকুটের মাঝে লেখা।

হাতে ছিলো এক গুচ্ছ লাল টকটকে ফুল
দাড়িয়েছিলো লাল রঙ করা উঁচু  দেয়ালের পাশে। অপেক্ষায় ছিলো লাল ফিতা লাগালো ঘড়ির দিকে,
কখন আসবে, যাকে লালন করছে এতদিন বুকে।

পড়ন্ত বিকেলের সূর্য ডোবা লাল আলোটি,
এসে ওকি দিচ্ছে লাল রেশমি চুড়িতে।
লাল চুড়ির রিনিঝিনি ভেসে বেড়ায় আকাশের তরে
লাল ঝুমকোতে অপরুপ সৌন্দর্য লাগছে তাকে।

আমিও অপেক্ষায় ছিলাম লাল পান্জাবী পরে,
লাল খামে তোলা একটি চিরকুট পেয়ে।
সেই লাল রঙ আমি পড়িয়ে দিয়েছি,
এই মেঘলা আকাশ ও পড়ন্ত বিকেলের মাঝে।

প্রকৃতিকে কি চমৎকার লাগছে!লাল রঙে সেজে
প্রিয়তমার সাথে দাড়িয়েছিলাম,
কৃষ্ণচূড়া ফুলফোটানো মুগ্ধকর গাছের নিচে।
বাতাসে শূন্য ভাসছিলো ফুলগুলো মাথার উপরে।

তোমার সাথে দেখা হবে কি?এমনটি করে,
নাকি আমার লাল রঙের সপ্ন হারিয়ে যাবে
কোন এক কালো রঙের আড়ালে।
নাকি লাল হয়ে ওকি দিবে আমার হৃদয়ে।

আমার পৃথিবীর --- সাব্বির সেখ



আমি অপেক্ষায় আছি সেই পৃথিবীর,

যেখানে স্বপ্নরা বিকশিত হবে পূর্ণতার সৌরভে।
যেখানে শিশুরা অট্টহাস্যে মুখরিত করবে তোমাকে আমাকে ।

যেখানে হবে না তারা শিকার বিকৃত যৌনতার।
ভালোবাসার পরম স্নেহাশিসে লালিত হবে সবার।

আমি অপেক্ষায় আছি সেই পৃথিবীর ---

যেখানে হিংসা বিদ্বেষ ঠাঁই পাবে কিতাবের পাতায়।
আলো যেখানে অন্ধকারে আঘাত হেনে সূচনা করবে নতুন প্রভাতের।

আমি অপেক্ষায় আছি সেই পৃথিবীর ---

যেখানে বিশ্বাস পূজিত হবে পরম মানবগুন রূপে -
সততা আর ন্যায় পরাজিত হবে না অর্থের দাপটে।

অধিকার যেখানে দয়া নয় সমতার আধার।
ভালোবাসা যেখানে স্বার্থে নয় হৃদয়ে জাগরিত হয়।

রক্তাক্ত কুমারিত্ব ও কতগুলো বুক ভাঙা আর্তনাদ -শাহীন রায়হান



রাতের দেয়ালে ঠেস দিয়ে এখনও দাঁড়িয়ে আছে
বুক ভেঙে বেড়িয়ে আসা কতগুলো রক্তাক্ত আর্তনাদ।
এক অনাবৃত ক্ষত বিক্ষত বৃন্তচ্যুত অপরূপ
দেহের স্থায়ী বাসিন্দা ছিলো ওরা।
.
দেহটা ছিলো বিনম্র লাজুক মাধবীলতা
তার স্বপ্ন ছিলো ঝর্ণার মতো উচ্ছল মনটা ছিলো
বাতাসের মতো দূরন্ত।
ছিলো মহাপ্রাচীরের মতো কুমারিত্ব  এভারেস্টসম
উচ্চতায় অনন্ত যৌবনের অহংকার।
নিঃস্বার্থ বাঁচা বাঁচানোর স্বপ্নে বিভোর
আগামীর সম্ভাবনাময়ী রাজকন্যা।
.
আজ-ও স্বপ্ন অবরুদ্ধ এক কফিনবদ্ধ লাশ
যার কুমারিত্ব বিবস্ত্র যৌবন ভূ-লুন্ঠিত
প্রতিবাদী ঠোঁটে হিংস্রতার অগনিত দাগ।
দেহটা দুর্বিনীত ঘাতকের পাশবিকতায় ক্ষত বিক্ষত
এক বিক্ষিপ্ত বিরাণভূমি।

ভারত সৈন্য ,, রৌনক হাজরা



ফিরে আসছি 'মা' তোমার কোলে,
কথা দিয়েছিলাম শেষের বারে,
এবারে বুলেট ছাড়েনি আমায়,
কফিনে আসবো পতাকায় মুড়ে।।

পালিয়ে যায়নি যুদ্ধের ময়দান থেকে,
লড়ে গেছি শরীরের শেষ বিন্দু অব্দি,
কাপুরুষ ছিলো না তোমার ছেলে,
শুধু মৃত্যুর দ্বারে হলাম বন্দী।।

বোনকে বলো রক্ষা করেছি ভারতকে,
রাখীর মূল্য দিলাম প্রান দিয়ে,
অশ্রু যেন ঝরে না দুই নয়নে,
গর্ব করে একবার দাদা বলে ধরে জড়িয়ে।।

ভাইকে বলো পড়াশোনায় মন দিতে,
উপহারে বাইক দিয়ে গেলাম তাকে,
কষ্ট পেয়ে ভেঙে যেন না পরে,
রক্ষা করতে হবে তার ভূমি মা'কে।।

বাবাকে দিলাম সমস্ত দায়িত্ব থেকে ছুটি,
ফিরে আসবো  তোমার সন্তান রুপে,
মনের মানুষকে বলো সম্পর্কে টানলাম ইতি,
নিজেকে বারেবার দেবো,এই ভূমিতে সপে।।

             

ব্যাকুলতা... অয়ন চ্যাটার্জি



আজ কেমন যেন কেটে গেছে মনের ত্রাস,
হয়তো বুঝি মন পেয়েছে প্রেমের নিঃশ্বাস।

দেখেছি তো তোমায় আমি বহুবার,
পেয়েছি তোমার মধ্যে স্বপ্নের বাস্তব দ্বার।

লিখেছি আজ তোমা পদ্যের ফুলবাগানে,
আবেগ ভরা ব্যাকুলতার কথা কলমটাই জানে।

চলে গেছে সকল বিষন্ন, মন যে আনন্দিত,
আজ একটু বেশি অবাধ্য মন আর শিহরিত।

রাতের তারাভরা আকাশ দেখে মনে ওঠে ব্যাকুলতা,
তার মাঝেই দেখেছে মন তোমায়  এ তার উন্মত্ততা।