শহরে ভালবাসা হারিয়ে গেছে,
কেউ কাউকে ভালোবাসে না
ওই কালো পিচ পুড়িয়ে দেয় মানুষের মন
পরে থাকে রক্ত।
দাঁড় কাকের দল রাস্তা জুড়ে মাংস পিন্ড নিয়ে
কাড়াকাড়ি ক'রে ছড়িয়ে দেয় মৃত্যু জঞ্জাল -
এসব দেখে এক কোণে দাঁড়িয়ে থাকা
কঙ্কাল গাছটিও শুকনো মুখ সরিয়ে নেয়।
একলা মানুষ গুলো কান্না দিয়ে শহর গড়ে
শহর বড় কাঁদছে
বিষন্ন ক্ষুধার্ত হৃদয়ে।
একটু ভালোবাসা চাই,
তুমি জানো? সত্যি জানো ভালোবাসতে?
তাহলে এসো, ভালোবাসো।
যে ভালোবাসার কোনো নাম হয় না,
অখণ্ড সার্বজনীন এক ভালবাসা
যে ভালবাসা একদিন দিয়েছিল এ পৃথিবী আমায়
যে ভালোবাসায় আমি আজ আর আমি নেই
যে ভালোবাসায় শহরে রডোডেনড্রন ফুটতে পারে।
তাকে খুঁজে পাচ্ছি না
হারিয়ে গেছে শহরের দুঃখে।