নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

ভাবনার আঁচলে তোমার রং : প্রণব রায়




এক আঁচল বাতাস যখন
    ছড়িয়ে পড়ে শরীর জুড়ে
     কল্পনাকে সুড়সুড়ি দেয়..
আমি তখন অন্ধ বাউল
    একতারাতে হারিয়ে গিয়ে
   তোমার রঙে একলা রাঙি;
এক আকাশ ভাবনা যখন
  আমার উপর ঝাঁপিয়ে পড়ে
    নতুন দিনের গল্প বলে...
আমি তখন আকুল পাগল
            দিগন্তেতে ছুটে গিয়ে
    তোমায় ডাকি দুহাত তুলে;
একটি দুটি স্বপ্ন যখন
      বোতাম খুলে উঁকি মেরে
    ঘুলঘুলিতে লুকিয়ে পড়ে..
আমি তখন ফেরিওয়ালা  স্বপ্ন নিয়ে একলা হাঁটি
পড়ে থাকে বঞ্চিত সব পথের মাঝে ;
দুচার ফোঁটা বৃষ্টি যখন
      আমার কাছে ছুটে এসে  সরস করার উপায় খোঁজে...
আমি তখন ঝর্ণা হয়ে
 তোমার বুকে হারিয়ে গিয়ে  উড়াই নিশান ঠোঁটের ভাঁজে।

দরজার ওপারে : সারিফ হোসেন



প্রেয়শী,
 তোমার ওই টানা টানা কাজল আঁখি,
পুষ্প পাপড়ির ন্যায় ঠোঁটের বিন্যাস
অথবা ভ্রু কোচকানো মুখের হাসির
কিংবা রেশমি চুলের শিলান্যাস....

বসন্ত আসার আগমনী বার্তা বহন করে।
না কোনো কোকিল কন্ঠের প্রয়োজন নেই,
নেই প্রয়োজন রং-বেরং ফুলের বাহার।

কিন্তু সেই তুমি ঝাসির রানী বীর রমণী
সমাজের প্রভুত্বের হাত থেকে পৃথিবীর কথা
না ভেবে পারবে কি এই ফাগুনে আমায়
বুকে জড়িয়ে ধরতে! জানি পারবি না।  কারণ
ঘাসের মত নিষ্পাপ ভালোবাসায়, বাতাসের ন্যায় তোমার শরীর স্পর্শ করলেও সমাজের
দরজার ওপারে বেশ্যাবৃত্তি অ্যাখ্যায়িত হবে।।

আত্মহনন :বিশ্বজিৎ সরকার

শরীরের ভিতর জ্বলছে শহর
তোমার চুল এসে তবু আজও মুখ ঢাকে,
ভালো থাকার নামে পুড়ে যাই
লুকানোর মিথ্যে আচেঁ।

গ্রামের পথ ভুলে গেছি
প্রেমিক হবার শখে,
ভালোবাসি তবু আমি
অন্ধগলির শোঁকে।

সৌরভ :দোলন দাস মন্ডল



সিঁড়ি বেয়ে উঠে আসছ তুমি,
প্রতিটা পদক্ষেপ দেখতে পাচ্ছে সে তোমার
নীল শার্ট, নীল জিন্স, চশমার ফ্রেম.....
চলার পথেই তোমার হাত ঠিক করে নিলো চুল। 
তুমি ছোট থেকে বড় হতে হতে মিশে গেলে ভীড়ে,
খুব সামনে ছবি হয়ে ফুটে উঠলে তারপর
হাতের ইশারায় তাকে ডেকে নিলে কাছে।
পাশাপাশি হাঁটছে এখন দুটো মানুষ,
পা মেলাচ্ছে পায়ে ।
এ ছন্দ যেন ভুল হবার নয়!
দু'জোড়া আড়চোখের দৃষ্টি ছুঁয়ে যাচ্ছে গাল-কপাল-চুল পরস্পরের
এখন তার সামনাসামনি বসে তুমি... কথা ঝরে পরছে টুপটাপ
তোমার হাত আবার ছুঁয়ে যাচ্ছে তোমার চুল অভ্যাসবশত।
আবার বদলে যাচ্ছে স্থান, সামনে থেকে পাশে....
পথের দোলানিতে হাঁটু ছুঁয়ে যাচ্ছে হাঁটু,
হাত ছুঁয়ে যাচ্ছে হাত। 
চোখে চোখও যাচ্ছে ছুঁয়ে.....
ভিতরে ভিতরে অনুসন্ধিৎসু আরও দু'জোড়া চোখ...
ঠোঁটের পাতারা গল্প বুনছে।
গভীর পুলকে হেসে উঠছে সময়।
ধারাপাতের হিসাব থেকে দুটো মানুষ সংখ্যা তুলে নিচ্ছে ইচ্ছে মতো।
তারপর নিজেদের মন মতো লিখছে নামতা।

খুব কাছ থেকে আমি ওদের দেখছি...
এ শহর ওদের চেনে না,
তারপরও ওদের গা থেকে খুব সন্তর্পণে মেখে নিচ্ছে সৌরভ
রেলস্টেশন থেকে পথ, পথ থেকে শপিং মল, শপিংমল থেকে ফুটপাত....।

এর বহুদিন পর,
অনেকগুলো শীত-গ্রীষ্ম-বর্ষা পেরিয়ে
একলা জোড়া পা...আজও
শহরটার শরীর জুড়ে গন্ধটা খোঁজে,
মিলিয়ে যাওয়া ধূলোছাপে পা মিলিয়ে হাঁটতে যায়...
ফুটপাতের ঘাড়ে নাক গুঁড়ে গন্ধটা নিতে চায় প্রাণপণ...।

কিছু গন্ধেরাও আসলে নদীর মতো.....
যার উৎস থেকে মোহনা...মোহনা থেকে উৎস..
শেষ হয়, তবু শেষ হয় না।





স্ত্রী :শুভ্রা দে



আমি নারী তাই তো পুরুষ তোমার পুরুষ বলে  এত গর্ব।
আমি নিচু করি মাথা তাইত পুরুষ তুমি পারো মাথা উঁচু  করে চলতে।
আমি কাঁদি তাইত তুমি পুরুষ পারো অট্টহাসি হাসতে।
আমি রাখি গুছিয়ে তোমার সংসার  তাইত পুরুষ  তুমি সুখি।
আমি দিই তোমায় সন্মান তাইত তুমি পুরুষ পারো নারী কে করতে অসন্মান।
আমি নারী।
পারি আমিও হতে পুরুষ কিন্তু হইনা
থাকি স্ত্রী হয়ে তবেই তো  বাঁচো তুমি পুরুষ।
নারী সমর্পণ করে নিজেকে তবেই আজ তুমি পুরুষ।
অবহেলা,অনাদর, অপমান নিজের অস্তিত্ব ত্যাগ করি, যাতে তুমি থাকো  অহংকারি হয়ে।
বেঁচে আছি পরাধীন হয় তবেই তো তুমি পুরুষ স্বাধীন।
বেকার নই আমি!  আমি নারী আমি ই শক্তি।
পুরুষ তুমি কি প্রমাণ করতে চাও। নারী আমি!  আমার জন্যই তোমার অস্তিত্ব।
নারী আমি আমার জন্যই পুরুষ তুমি।
 আমাতেই জন্ম তোমার।
আমি নারী!  নারী আমি।
আমি গর্বিত আমি নারী।
আমি পুরুষ নই।

উপলব্ধি শিবির: অঞ্জনা দে ভৌমিক



জীবনের করিডোরে দীর্ঘদিন অপেক্ষা করছে
উপলব্ধি শিবির!
হৃদয়ের আকাশে আবেগের প্রহরী সাক্ষ্য দেবে মরনে।
চোখে, পাপ পূণ্যের সঞ্চয়ের স্তুপ!
বেহাল জীবনের কিছু জিজ্ঞাসা?
দৃষ্টিতে,  ধ্বংস স্তুপ!
পিপাসা প্রশ্বাস ছুঁয়ে, ক্লান্ত হৃৎপিন্ড দিশাহারা;
দিঘির জলে ভিড় করে আসে সন্ধ্যার তারারা
রাত্রি এসে শেখায় কানামাছি খেলা।

চাঁদের ছবি যখন নদীর জলে
মিষ্টি ছোঁয়া  তৃষ্ণা মেটায় শীতল বুকে ;
আগুন নিয়ে যত খেলা,  কাঁদায় বিশ্ব নগরীকে
হিসাব নিকাশ  জীবন খাতায় তারই অংক করে।
কেউ বা কাঁদে সারারাত জেগে
কেউ বা হাসে তৃপ্তির অহংকারে!
জীবনযুদ্ধে স্যালুট করে অস্তমিত সূর্যে,
পূর্ণতার সন্ধানে।