ক্লিভেজ থেকে মুখ সরাতে দ্বন্দ্বে ভুগেছি বারবার।
মনে রাখা যায় নি- ঠিক কতোবার।
রেজাল্ট প্রসবিতা অশ্বডিম্ব
কিংবা
প্রথম চতুর্থকে প্রশান্তিতে রাখা
মা আর তুমি, দুজনেই জলঢাকা।
ক্লিভেজ- নয় নিতম্ব
নয় কোনো প্রতিষ্ঠিত গালাজ
শুদ্ধতা হরে প্রায়ই যত লালাবাজ।
ভেঙে খানখান্ হতে গেলে আমাদের ওটা প্রয়োজন
হেরে, ঘুরে দাঁড়াতে হলে এখানেই শক্তির আয়োজন
ভেজা মাথা মুছবে আঁচল- ক্লিভেজ
মৃত্যুপথের কোণ থেকে জাগবে দরবেশ।
আমরা জাড্যে একটাই মেতে আছি
সুখকে দাঁড় করাই অপরিমেয় দুখের কাছাকাছি।
সব রসে জমা থাকে বেদুঈন ধুলো
উন্মত্ত অঙ্গারে তীক্ষ্ণ রসস্থ আলো।
জঠর দেহজ হলেও ভূ-মিষ্ট-পরমধাম
অদৃশ্য দেওয়ালে লেখা আবির্ভাবী মধুনাম।
দৃশ্যমান যা - তা ই জড়িয়ে থাকা এখানে
মনের ক্লিভেজে তাই আশার যাওয়া সন্তর্পণে।