সরলীকরণ
**********
চোখেতে চোখ রেখে বলো
কতোটা সরলীকরণে হেঁটেছে ঝর্ণা-জল..
নুড়ি পাথরকেই সঙ্গ দিয়েছো বেশী।
যতোটা নাব্যতা চেয়ে ছিলাম-
তার থেকে অনেক দিয়েছো নোনা-ঢেউ--
দাঁতালো মাছ আর জেলিফিশ...
হাতে হাত রেখে বলো
হৃদয়-গ্রাহ্য হাওয়া দিয়েছো কতোটুকু--
আইভি-লতায় গন্ধ ফোটেনি এখনো
মৌমাছিদের হুলের তীব্র চিৎকার...
বাগান শুকায় ঝর্ণা-জল ক্ষিদে নিয়ে বুকে..
বৃষ্টি চাইতেই, কান্না ঝরায় মেঘ !
ভেবে দেখো , ভিজছি দু-জনেই...