নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

পবিত্র কুমার ভক্তা






কলঙ্কমোচন
************



হুল আর দাপটের ভয়ে গদ্যময় নীরবতা
ভীড় করে আছে মানুষের ঠোঁটে
একলহমায় রাজনৈতিক জ্যামিতি বদলে দিতে পারে
ভোলেন কি করে?
সন্ধ্যেপাখির মতো গান গাওয়া ভুলে সাঁতার অন্ধকারে
একবার ভেবে দেখো কতটা উদাসীনতা বন্ধুত্বের বেঞ্চে
জরায়ুজ বিবেকের গর্ভপাতে নিষ্কম্প তুমি
একবার হৃদয়-লিটমাসে আঙুল ছুঁয়ে দেখ
কতটা পাপ জমেছে
প্রতিনিধি বেশে পুড়িয়েছ ভালোবাসা
একবার ছুঁয়ে দেখ মানুষের হাত
কি গভীর প্রত্যাশারা, মমতায় বোতাম টিপেছে
একবার অন্ধকার বিসর্জনে সকালের সোনালী ভালোবেসে দেখো
কাশের রঙ মেখেছে হৃদয়... 

বৈশাখী চক্কোত্তি




প্রত্যাবর্তন ….



শ্মশানে দাঁড়িয়ে আছি শবদেহ নিয়ে,
একদম ঠিক নিজের চিতার সামনে,
কাঠ ঠাট সব জোগাড় করা হয়েছে,
আয়োজনের ত্রূটি  নেইএই সায়াহ্নে।।

ঘি টি মাখানো হয়ে গেছেনতুনপোশাকে
সুন্দর করে সাজানো আমায়নতুনঅনুরাগে,
না আমি সধবানাই বা হলাম বিধবা,
কিন্তু সতীচ্ছদসেতো হয়েছে বহুদিনআগে।।

বহুদিন ধরে তিল তিল করে
ক্ষয়েছে শরীর  মন,
অবশেষে আজ যাত্রার শেষচিরশান্তি,
তাই অকারণ হতাশার নিবারণ।।



নিজেকে তুলে ধরি চিতার ওপরে,
এবার আগুন লাগানোর পালা,
হঠাৎ শুনি দূর থেকে ভেসে আসে
এক পুরোনো কিন্তু অতি পরিচিত গলা ।।

তোমার কণ্ঠস্বরে আজ আবার
হৃদপিন্ডে রক্তপ্রবাহ চলে,
আবার জেগে উঠি বাঁচার আশায়দেখি
পশ্চিমের সূর্য আজ পুবের কথা বলে ।।
               

বৈশাখী চক্কোত্তি         

শ্যামাপদ মালাকার





পথ
****

আমি জানতাম,-কালের স্রোত নিংড়ে একদিন তুমি আসবে।
তাই ললাটের পাকে ভাঙ্গাদেহে পড়ে আছি--
তোমার পায়েচলা মেঠো পথটির শেষে।
পথিকের মুখে শুনতাম- এ বরাদ্দে দেহ আমার মজবুত হবে, কিন্তু হয়নি!
ভাগে ক'ধামা ধূলি-- তাতে কি আর দেহ বাঁচে!
ওরাই এখন দেহভাগে দেহ দেয়।
দু'কথা বলে যায় শোন,-শীঘ্রই আমি দেহ রাখব!
রুগ্ন গা প্রাণ ধরতে অরাজি হাঁকছে যে!
স্বার্থপর তৃণের গ্রাসে পথ হারায় কে-- তাছাড়া প্রতিবাদ আজ বড় ম্রিয়মাণ, বাঁচি কার আশে?।
দুই- বুকে কান পেতে শোন, দামালের হাড় চিবানোর শব্দ!
--স্কুল হতে ছেলেটা এখন ফিরেনি!
বিশ্বাস হচ্ছে না? ধূলি সরায়ে দেখ রক্তের দাগ!
রেখেছি প্রমাণ।
বলি- আমার দেহ সারায়ে কাজ কি?--সবার ভিতরে এক-একটি পথ আছে, সেই পথ মেরামতের সময় এসেছে- -
যাবার পথ নয়,
শুধু একটি মাত্র ফেরার পথ!
যে পথে ঝুলিনিয়ে ভিখারিনীর রবেনা পড়ে দেহ--
যে পথে জননী তার পানে চেয়ে রয়--
যে পথে তুলসীবেদীমূলে প্রদপটি জ্বেলে দিতে হয়!।

সুপ্রভাত দত্ত





বিসর্জন
********

               

পেরিয়ে যাবার পথ আটকে কুকুর গুলি--
মাংস নিয়ে লড়াই,  ধুলোবালি,  চিৎকার !
পাশ কেটে চলে যাই, নিজের দিগন্ত চেয়ে--

একতারা কেঁপে ওঠে অসুখ বাউল মেঘে--
গেরুয়া রঙের মন প্ল্যাটফর্ম চিরে ওঠে !
একটা পথের বাঁক, চেনা জানা সংসারে
যেখানে গালাজ মুখী শিশুর সুলভ মুখ
বাবা মায়ে এক হয়ে বিকেল নোংরা করে !

একদিন সব পথ কুকুরের লালা নিয়ে 
একতারা, সংসারে ছাপ দিয়ে চলে যায়- 
দুচোখ নিজে নিজে মুছে যাক,  ক্ষতি নেই!
তৃতীয় নয়ন যদি মুছে যায় কোনোক্রমে, 
তোমার আমার গায়ে বিসর্জন ঠিক নামে-

আবুবকর সরকার







সাহস আছে প্রাণে!
 ****************



তুমি যেমনি হোও,  উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, কুলি, মজুর, পড়ুয়া, ছোট বা বড়, অবশ্যই অবশ্যই তোমার পছন্দের কেউ এক জন আছেই তোমার প্রাণে।
.
আর সে যেমনি হোক, তোমার সহপাঠী, অফিসে কাজ করা কলিগ, আশপাশের কেউ, চেনাজানা বা অচেনা কেউ। দেখতে সে যেমনি হোক কালো, ফর্সা, শ্যামলা। অবস্থা তাঁর যেমনি হোক ধনী, গরীব, মধ্যবিত্ত। না মিলুক তোমার সঙে তাঁর কুফু! ভাববে এইটুকুই যে, এ তোমার মনে ধরা ভালো মানুষ!
.
সাহস কম থাকায় হয়তো তা তুমি প্রকাশ করতে পারছ না, ঘরে বাইরে এমনকি যাকে পছন্দ করো তার কাছেও না যে তাঁকে তুমি প্রচণ্ড রকম ভালোবাসো! 
.
কিসের এতো ভয়, সমাজ সোসাইটি, পাড়াপড়শি, কাছের বা দূরের বন্ধুবান্ধব, পরিবার পরিজন,  আত্মীয়-স্বজন!  এদের মুখের কথার ভয় পাবার কোন মানে হয়না! এরাই তোমার দুশমন,  এরা সব ক্ষেত্রে তোমার মঙ্গল কামনা করে না বোকা!  এই এরাই বড় স্বার্থপর!
.
শাজাআত থেকে দূরে সরে থাকা তোমার জন্যেই আমার এই লেখা!  প্রাণভরে শ্বাস নাও, ভালোভাবে ভাবো, গভীরভাবে চিন্তা করো, নিজের জীবন নিজেরই। তোমার দুঃখ, কষ্ট, আফসোস এর এক ভাগও নিতে এদের কেউ আসবে না বিনা স্বার্থে।
.
প্রথম প্রথম তাঁর কাছে নিজেকে তুলে ধরো কোন না কোনভাবে,  তাঁর কাছে ভিড়, তাঁর চোখে পড়ার মতো কিছু করো, তাঁর ভালো লাগে এমন কিছু করো। আর কতো দূর থেকে দেখে দেখে মুখ গুঁজে সরে সরে একাকীত্বের অতলে ডুবে ডুবে মরবে  ভীতু!
.
অন্তত একবার,  একবার,  কেবল মাত্র একবার মনের কথা প্রাণের মানুষকে বলে দেখো তাঁর কি অবস্থা,  দেখবে বড় কোন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না তোমার ! খোদা সাক্ষী আমি তোমার পক্ষেই কথা বলছি, তোমার মঙ্গল কামন করছি, তোমার জীবন সুন্দর থেকে আরও সুন্দরতম করুক বিধাতা! 
.
হতে পারে সেও মনেপ্রাণে তোমাকে কামনা করে, ভালোবাসে নিজের জীবন থেকেও বেশি। হিতে বিপরীত হলেও কিছু ভাববে না, অন্তত এইটুকু জেনে গেলে যে, সে তোমাকে চায় না, ভালোবাসতে পারবে না কখনো! তোমার সারাজীবন আর দ্বিধাদ্বন্দ্বে কাটলো না...

লীনা দাস



দেবতার সৃষ্টি
************


দেবতার সৃষ্টি মানুষের হাতে,
মানুষই দেবতা গড়েছে,
আদিম মানুষ প্রকৃতির
রোষানল থেকে বাঁচতে----
ঝড়-ভূমিকম্প-বন্যা-বজ্রপাত কে
দেবতা জ্ঞানে পূজা করত।

অশিক্ষিত মন জাদুশক্তির শরনা-
পন্ন হয়ে নৈবেদ্য দিয়েছে
পশুবলি,নরবলি দিয়ে,
সৃষ্টি হয়েছে দেবতার।

সভ্যতার পথে অগ্রসর হয়ে মানুষ
গড়েছে সমাজ,রাষ্ট্র।
স্বার্থপর মানুষ সামাজিক শোষ-
ণের জন্য দেব কল্পনাকে কাজে
লাগিয়ে--
প্রচার করেছে মানুষ মরণশীল
দেবতা অমর।

শোন মত্যর্বাসী,দেবতা মানুষের
হাতে তৈরী--
মানুষের হাতেই তাঁর মহিমা কীর্তন নির্ভরশীল।
মানুষের স্বীকৃতি ব্যতীত দেবত্ব
মূল্যহীন।

দূরদর্শনের ধারাবাহিক গল্পের মত ,পরিচালকের হাতে চালিত।
মানুষ মরণশীল,আবার সেই
মানুষই অমর,দুঃখ দহনের মধ্য
দিয়ে,
তার আপন পৌরষ বলে,আপন
শৌর্য-বীর্য,কৃতিত্বে ও কীর্তিতে।